একজন ব্যক্তি ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে এবং তারপরে ১২ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?
ক) ২৮ মাইল
খ) ২৪ মাইল
গ) ২১ মাইল
ঘ) ২০ মাইল
বিস্তারিত ব্যাখ্যা:
প্রথমে ৪ মাইল উত্তরে যান। এরপর পূর্ব দিকে ১২ মাইল। এরপর আবার উত্তরে ১২ মাইল। মোট উত্তর দিকের দূরত্ব = ৪ + ১২ = ১৬ মাইল। মোট পূর্ব দিকের দূরত্ব = ১২ মাইল। শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব = √(16² + 12²) = √(256 + 144) = √400 = 20 মাইল।
Related Questions
ক) WIIA
খ) EVMITA
গ) EVWITA
ঘ) EVWIΓA
ক) Mango
খ) Table
গ) Light
ঘ) Shirt
Note : এখানে প্রতিটি অক্ষর তার পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে (M->N F->G N->O P->Q O->P)। একইভাবে NBOHP কে ডিকোড করলে Mango হবে। N-1=M B-1=A O-1=N H-1=G P-1=O.
ক) Omlette
খ) Chicken
গ) Yolk
ঘ) Chick
Note : বীজ থেকে চারাগাছ (Sapling) হয় তেমনি ডিম (Egg) থেকে বাচ্চা মুরগি (Chick) হয়।
ক) 45951
খ) 45940
গ) 21/10
ঘ) 45848
Note : মোট বলের সংখ্যা = 2 (লাল) + 3 (সবুজ) + 2 (নীল) = 7টি। 7টি বল থেকে 2টি বল নেওয়ার মোট উপায় = 7C2 = (76)/2 = 21। বল দুটির কোনটিই নীল না হওয়ার অর্থ হলো বল দুটি লাল বা সবুজ বল থেকে এসেছে। লাল ও সবুজ বলের মোট সংখ্যা = 2+3 = 5টি। 5টি বল থেকে 2টি বল নেওয়ার উপায় = 5C2 = (54)/2 = 10। সুতরাং সম্ভাবনা = 10/21।
ক) {3, 2}
খ) {4,6}
গ) {5, 6}
ঘ) {4,8}
Note : A = {x ∈N: 2 < x ≤ 6} অর্থাৎ A = {3 4 5 6}। B = {x ∈N:x জোর সংখ্যা এবং x ≤ 8} অর্থাৎ B = {2 4 6 8}। A ∩ B = {4 6}।
জব সলুশন