বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি ?
ক) বাংলাদেশ বিমান
খ) অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স
গ) এয়ার বাংলা
ঘ) জিএমজি
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা ছিল 'অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স'। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। অন্য অপশনগুলো: 'বাংলাদেশ বিমান' হল জাতীয় বিমান সংস্থা। 'এয়ার বাংলা' এবং 'জিএমজি' পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে। তাই, 'অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স' সঠিক উত্তর।
Related Questions
ক) মাস র্যাপিড ট্রানজিট
খ) কমিউটার র্যাপিড ট্রানজিট
গ) প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট
ঘ) পাসারবাই র্যাপিড ট্রানজিট
Note : ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম হল 'মাস র্যাপিড ট্রানজিট' (Mass Rapid Transit)। এটি একটি সরকারি প্রকল্প এবং এই নামটিই সর্বত্র ব্যবহৃত হয়। অন্য অপশনগুলো: 'কমিউটার র্যাপিড ট্রানজিট', 'প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট' এবং 'পাসারবাই র্যাপিড ট্রানজিট' — এগুলো মেট্রোরেল ব্যবস্থার জন্য প্রচলিত বা অফিসিয়াল নাম নয়। তাই, 'মাস র্যাপিড ট্রানজিট' সঠিক উত্তর।
ক) মেঘনা, ভৈরব বাজার
খ) সুরমা, সিলেট
গ) পদ্মা, পাকশী
ঘ) ব্রহ্মপুত্র, ময়মনসিংহ
ক) মেঘনা
খ) বুড়িগঙ্গা
গ) যমুনা
ঘ) ধলেশ্বরী
Note : বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (দ্বিতীয়) বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। এটি ঢাকার যানজট নিরসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য অপশনগুলো: মেঘনা, যমুনা এবং ধলেশ্বরী—এই নদীগুলোর উপর এই সেতুটি অবস্থিত নয়। তাই, বুড়িগঙ্গা সঠিক উত্তর।
ক) নোয়াখালী
খ) টাঙ্গাইল
গ) সাতক্ষীরা
ঘ) হবিগঞ্জ
Note : প্রদত্ত অপশনগুলোর মধ্যে সাতক্ষীরা জেলায় বর্তমানে কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই। যদিও বিভিন্ন সময়ে রেল স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, তবে বাস্তবে এর কোনো বাস্তবায়ন হয়নি। অন্য অপশনগুলো: নোয়াখালী, টাঙ্গাইল এবং হবিগঞ্জ—এই জেলাগুলোতে রেল যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। তাই, সাতক্ষীরাই সঠিক উত্তর।
ক) {(2,1) (2,2) (3,2)}
খ) {(2,1) (3,1) (3,2)}
গ) {(1,2) (3,1) (3,2)}
ঘ) {(1,2) (1,3) (2,3)}
Note :
এখানে,
A = {2, 3}, B = {1, 2} এবং xy
.: A x B = {2, 3} x{1, 2}
= {(2, 1), (2, 2), (3, 1), (3, 2)}
.: শর্তসাপেক্ষে {(2, 1), (3, 1), (3, 2)}
ক) 1, 2
খ) 2,-1
গ) -1, 2
ঘ) - 2, 1
Note :
5x + 3y =7......................(i)
4x + 5y = 3.....................(ii)
(i) নং সমীকরণকে 5 এবং (ii) নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই,
25x+15y=35....................(iii)
12x+15y=9......................(iv)
(iii) থেকে (iv) বিয়োগ করে পাই,
13x=26
অতএব, x=2
(i) নং সমীকরণে x=2 বসিয়ে পাই,
5*2+3y=7
বা, 10+3y=7
বা, 3y=7-10
বা, 3y=-3
অতএব, y=-1
জব সলুশন