5x + 3y =7 এবং 4x + 5y = 3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
5x + 3y =7......................(i)
4x + 5y = 3.....................(ii)
(i) নং সমীকরণকে 5 এবং (ii) নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই,
25x+15y=35....................(iii)
12x+15y=9......................(iv)
(iii) থেকে (iv) বিয়োগ করে পাই,
13x=26
অতএব, x=2
(i) নং সমীকরণে x=2 বসিয়ে পাই,
5*2+3y=7
বা, 10+3y=7
বা, 3y=7-10
বা, 3y=-3
অতএব, y=-1
Related Questions
2x+15=27-4x
বা,2x+4x=27-15
বা,6x=12
অতএব, x=2
x3 + hx + 10 = 0 এখানে একটি সমাধান ২ এবং h এর মান বার করতে বলা হয়েছে। যেহেতু h এর মান বার করতে বলা হয়েছে সেহেতু বোঝায় যাচ্ছে এখানে x এর মান ২ অথএব x এর মান বসালে আমরা পাই,
প্রদত্ত রাশি, x3 + hx + 10 = 0
23 + h.2 + 10 = 0
8 + h.2 + 10 = 0
18 + h2 = 0
h2 = - 18
h = - 18/2
h = - 9
আশা করি বেঝাতে পারছি
ধন্যবাদ
এই নিয়ম অনুযায়ী দুটো সমীকরণকে এমনভাবে গুণ করতে হবে যাতে পরবর্তীতে যোগ/বিয়োগের মাধ্যমে x বা y কে কেটে বাদ দেয়া যায় ।
(i) নং হতে, 3x - 7y = -10 .............(iii)
(ii) নং হতে, -2x+y = 3 ................(iv)
এখন, (iii) নং কে 1 এবং (iv) নং কে 7 দ্বারা গুণকরে পাই
3x - 7y = -10
-14x + 7y = 21
[(+)করে] -11x = 11
=> x = -1
এখন, x এর মান (iv) নং এ বসিয়ে পাই
-2 (-1) + y = 3
=> 2+y = 3
=> y = 1
A ∩ B = {5,15,20,30} ∩ {3,5,15,18,20}
= {5, 15, 20}
অঋণাত্মক ধরে , x - 3<5 অতএব x<8 ঋনাত্মক ধরে, - (x - 3)<5 বা, x - 3> - 5 [উভয়পক্ষে - 1 গুণ করে] অতএব x>2 অর্থাৎ - 2
x-y = 2 ------- (1)
(x+y)2 = (x - y)2 + 4xy = 22 + 4*24 = 4 + 96 = 100
x + y =10 ----- (2)
(1) + (2)
2x = 12
x = 6
২য় পদ্ধতি ঃ
x-y = 2 অর্থ x -এর মান বড় ।
আবার xy = 24 অর্থাৎ x ও y গুণ করে 24 হবে । এবং x থেকে y বিয়োগ করলে 2 হবে ।
তাহলে 8*3 = 24 হতে পারে , কিন্তু 8-3 = 2 হয় না ।
আবার, 6*4 = 24 এবং 6-4 = 2 (মিলে গেছে ) । উওর 6
জব সলুশন