x-y=2 এবং xy=24 হলে, x-এর ধনাত্মক মানটি ----
x-y = 2 ------- (1)
(x+y)2 = (x - y)2 + 4xy = 22 + 4*24 = 4 + 96 = 100
x + y =10 ----- (2)
(1) + (2)
2x = 12
x = 6
২য় পদ্ধতি ঃ
x-y = 2 অর্থ x -এর মান বড় ।
আবার xy = 24 অর্থাৎ x ও y গুণ করে 24 হবে । এবং x থেকে y বিয়োগ করলে 2 হবে ।
তাহলে 8*3 = 24 হতে পারে , কিন্তু 8-3 = 2 হয় না ।
আবার, 6*4 = 24 এবং 6-4 = 2 (মিলে গেছে ) । উওর 6
Related Questions
উত্তর ঃ অসীম
কারণ, আমরা জানি , ax + by + c = 0 আকৃতির সমীকরণ হল সরলরেখার সমীকরণ, এবং উদ্দীপকের সমীকরণকে আমরা 3x + 2y - 15 = 0 এভাবে লিখতে পারি, তাই এটি সরলরেখার সমীকরণ। আর একটি সরলরেখা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত, এই বিন্দুগুলোকে রেখাটির সমাধান বলা হয়, কারণ এগুলো রেখাটিকে সিদ্ধ করে,
Here,
x+1/x=4
or, (x2+1)/x = 4
or, x2+1 =4x
now,
x/(x2-3x+1)
= x/(x2+1-3x)
= x/(4x-3x)
= x/x
=1
জব সলুশন