আফটা (AFTA) বলতে কি বোঝায় ------

ক) একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ) পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
গ) একটি বিমান সংস্থা
ঘ) একটি সামরিক চুক্তি
বিস্তারিত ব্যাখ্যা:
AFTA এর পূর্ণরূপ হলো ASEAN Free Trade Area। এটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (ASEAN) এর সদস্যদের মধ্যে বাণিজ্য সহজ করার জন্য গঠিত একটি বাণিজ্যিক গোষ্ঠী। এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা হ্রাস করে মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা। তাই 'একটি বাণিজ্যিক গোষ্ঠী' সঠিক উত্তর।

Related Questions

ক) তিউনিস
খ) ফিলিস্তিন
গ) বেনগাজি
ঘ) মরক্কো
Note :

PLO -এরু পূর্ণ-রুপ হল -Palestine Liberation Organization
- এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত
- Palestine Liberation Organization (PLO) - কে ১৯৬৪ সালে আরব লীগ পর্যবেক্ষক সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে এবং ১৯৭৬ জর্ডানের আপত্তি সত্ত্বেও পূর্ণাঙ্গ সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।

ক) ১ লিটার
খ) ১.৫ লিটার
গ) ২ লিটার
ঘ) ২.৫ লিটার
Note : প্রথমে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। দূরত্ব = প্রতি লিটারে অতিক্রান্ত দূরত্ব × মোট তেল = ৮ কিমি/লিটার × ১৮ লিটার = ১৪৪ কিমি। এখন যদি গাড়িটি প্রতি লিটারে ৯ কিমি চলে তবে ১৪৪ কিমি যেতে তেল লাগবে = ১৪৪/৯ = ১৬ লিটার। সুতরাং পেট্রোল কম লাগত = (১৮ - ১৬) = ২ লিটার।
ক) ৪০ সের
খ) ৪৫ সের
গ) ৫০ সের
ঘ) ৬৬ সের
Note : এখানে সময় স্থির (৪ দিন)। সুতরাং ঘোড়ার সংখ্যা বাড়লে ছোলার পরিমাণও আনুপাতিক হারে বাড়বে। ৬টি ঘোড়া খায় ৩০ সের ছোলা। ১টি ঘোড়া খায় ৩০/৬ = ৫ সের ছোলা। সুতরাং ১০টি ঘোড়া খাবে ৫ × ১০ = ৫০ সের ছোলা।
ক) 3
খ) 5
গ) -6
ঘ) 7
Note : এটি একটি এক চলকবিশিষ্ট সরল সমীকরণ। সমাধান করার জন্য x যুক্ত পদগুলোকে একদিকে এবং ধ্রুবক পদগুলোকে অন্যদিকে নিতে হবে। x - 7x = -48 + 6। বা, -6x = -42। বা,x = (-42)/(-6)। সুতরাং x = 7
ক) ৪ মিটার
খ) ৬ মিটার
গ) ৮ মিটার
ঘ) ১০ মিটার
Note : ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা। এখানে , ৪০ = ১/২ × (৬ + অপর বাহু) × ৮। বা, ৪০ = ৪ × (৬ + অপর বাহু)। বা, ১০ = ৬ + অপর বাহু। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য = (১০ - ৬) = ৪ মিটার।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন