তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

ক) ৫২ বছর
খ) ৫০ বছর
গ) ৪৮ বছর
ঘ) ৪৫ বছর
বিস্তারিত ব্যাখ্যা:
তিন পুত্রের মোট বয়স = ১৬ বছর × ৩ = ৪৮ বছর। পিতাসহ চারজনের মোট বয়স = ২৫ বছর × ৪ = ১০০ বছর। সুতরাং, পিতার বয়স = ১০০ বছর - ৪৮ বছর = ৫২ বছর। সঠিক উত্তর ৫২ বছর।

Related Questions

ক) দ্বিগুণ
খ) তিনগুণ
গ) চারগুণ
ঘ) পাঁচগুণ
Note : যদি সরলরেখার দৈর্ঘ্য 'a' হয়, তবে তার অর্ধেকের দৈর্ঘ্য হবে 'a/2'। 'a' দৈর্ঘ্যের বর্গের ক্ষেত্রফল = a²। 'a/2' দৈর্ঘ্যের বর্গের ক্ষেত্রফল = (a/2)² = a²/4। সুতরাং, a² / (a²/4) = 4। অর্থাৎ, সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চারগুণ।
ক) জিদান
খ) বেকহাম
গ) রোনালদো
ঘ) রোনালদিনহো
Note : ২০০৫ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান রোনালদিনহো। এর আগে তিনি ২০০৪ সালেও এই পুরস্কার পান।
ক) প্রাকৃতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) ভৌগোলিক
Note : বিভিন্ন জাতিগোষ্ঠীর সৃষ্টিতে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। যেমন – জলবায়ু, ভূপ্রকৃতি, সম্পদ ইত্যাদি মানুষের শারীরিক ও মানসিক গঠনে এবং জীবনযাত্রায় ভিন্নতা এনেছে, যা জাতিভেদের সৃষ্টিতে সহায়ক।
ক) ১৯৮০ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৮৫ সালে
Note : সার্ক (SAARC) বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
ক) ১৩৮৭ সালে
খ) ১৪৮৭ সালে
গ) ১৫৮৭ সালে
ঘ) ১৬৮৭ সালে
Note : ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ ১৪৮৭ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা আবিষ্কার করেন।
ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক
গ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) শেখ মুজিবুর রহমান
Note : হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন এবং তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন