কত সালে সার্ক গঠিত হয়?
ক) ১৯৮০ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৮৫ সালে
বিস্তারিত ব্যাখ্যা:
সার্ক (SAARC) বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
Related Questions
ক) ১৩৮৭ সালে
খ) ১৪৮৭ সালে
গ) ১৫৮৭ সালে
ঘ) ১৬৮৭ সালে
Note : ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ ১৪৮৭ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা আবিষ্কার করেন।
ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক
গ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) শেখ মুজিবুর রহমান
Note : হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন এবং তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
ক) অয়ন বায়ু
খ) প্রত্যয়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু
Note : উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু অবিরাম প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বা প্রধান বায়ুপ্রবাহ বলে। যেমন – বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু।
ক) ম্যালেরিয়া
খ) ডেঙ্গু
গ) গোদ
ঘ) যক্ষা
Note : কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ (Filariasis) রোগের জীবাণু বহন করে। ম্যালেরিয়া জীবাণু বাহিত হয় অ্যানোফিলিস মশার মাধ্যমে এবং ডেঙ্গু বাহিত হয় এডিস মশার মাধ্যমে।
ক) মহাকাশ বলের জন্য
খ) মাধ্যাকর্ষণ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) কোনোটিই নয়
Note : পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ বল (centrifugal force) বস্তুকে বাইরের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু পৃথিবীর শক্তিশালী মাধ্যাকর্ষণ বল (gravitational force) বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই দুটি বলের সাম্যাবস্থার জন্যই আমরা ছিটকে পড়ি না।
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন ডাই অক্সাইড
Note : হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস, যা নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড কোনোটিই দাহ্য নয়।
জব সলুশন