একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

ক) দ্বিগুণ
খ) তিনগুণ
গ) চারগুণ
ঘ) পাঁচগুণ
বিস্তারিত ব্যাখ্যা:
যদি সরলরেখার দৈর্ঘ্য 'a' হয়, তবে তার অর্ধেকের দৈর্ঘ্য হবে 'a/2'। 'a' দৈর্ঘ্যের বর্গের ক্ষেত্রফল = a²। 'a/2' দৈর্ঘ্যের বর্গের ক্ষেত্রফল = (a/2)² = a²/4। সুতরাং, a² / (a²/4) = 4। অর্থাৎ, সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চারগুণ।

Related Questions

ক) জিদান
খ) বেকহাম
গ) রোনালদো
ঘ) রোনালদিনহো
Note : ২০০৫ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান রোনালদিনহো। এর আগে তিনি ২০০৪ সালেও এই পুরস্কার পান।
ক) প্রাকৃতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) ভৌগোলিক
Note : বিভিন্ন জাতিগোষ্ঠীর সৃষ্টিতে ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। যেমন – জলবায়ু, ভূপ্রকৃতি, সম্পদ ইত্যাদি মানুষের শারীরিক ও মানসিক গঠনে এবং জীবনযাত্রায় ভিন্নতা এনেছে, যা জাতিভেদের সৃষ্টিতে সহায়ক।
ক) ১৯৮০ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৮৫ সালে
Note : সার্ক (SAARC) বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
ক) ১৩৮৭ সালে
খ) ১৪৮৭ সালে
গ) ১৫৮৭ সালে
ঘ) ১৬৮৭ সালে
Note : ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ ১৪৮৭ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা আবিষ্কার করেন।
ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক
গ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) শেখ মুজিবুর রহমান
Note : হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন এবং তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
ক) অয়ন বায়ু
খ) প্রত্যয়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু
Note : উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু অবিরাম প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বা প্রধান বায়ুপ্রবাহ বলে। যেমন – বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন