যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
ক) অয়ন বায়ু
খ) প্রত্যয়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু
বিস্তারিত ব্যাখ্যা:
উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু অবিরাম প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বা প্রধান বায়ুপ্রবাহ বলে। যেমন – বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু।
Related Questions
ক) ম্যালেরিয়া
খ) ডেঙ্গু
গ) গোদ
ঘ) যক্ষা
Note : কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ (Filariasis) রোগের জীবাণু বহন করে। ম্যালেরিয়া জীবাণু বাহিত হয় অ্যানোফিলিস মশার মাধ্যমে এবং ডেঙ্গু বাহিত হয় এডিস মশার মাধ্যমে।
ক) মহাকাশ বলের জন্য
খ) মাধ্যাকর্ষণ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) কোনোটিই নয়
Note : পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ বল (centrifugal force) বস্তুকে বাইরের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু পৃথিবীর শক্তিশালী মাধ্যাকর্ষণ বল (gravitational force) বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই দুটি বলের সাম্যাবস্থার জন্যই আমরা ছিটকে পড়ি না।
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন ডাই অক্সাইড
Note : হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস, যা নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড কোনোটিই দাহ্য নয়।
ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ
Note : কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কম্পিউটারের ভৌত উপাদান বা অংশগুলোকে বোঝায়, যা স্পর্শ করা যায়। যেমন - মনিটর, কীবোর্ড, সিপিইউ ইত্যাদি। সফটওয়্যার হলো নির্দেশাবলী।
ক) বেলে মাটি
খ) পলি মাটি
গ) এঁটেল মাটি
ঘ) দো-আশ মাটি
Note : দো-আশ মাটি হলো এমন মাটি যেখানে বালি, পলি ও কাদা সমান অনুপাতে মেশানো থাকে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী।
জব সলুশন