৭টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত ?

ক) 10
খ) 12
গ) 15
ঘ) 18
বিস্তারিত ব্যাখ্যা:
৭টি সংখ্যার সমষ্টি = ৭ * ১২ = ৮৪। একটি সংখ্যা বাদ দিলে ৬টি সংখ্যা থাকে, যাদের গড় ১১। ৬টি সংখ্যার সমষ্টি = ৬ * ১১ = ৬৬। সুতরাং, বাতিলকৃত সংখ্যাটি = ৮৪ - ৬৬ = ১৮। তাই সঠিক উত্তর হল ১৮।

Related Questions

ক) মূলদ
খ) অমূলদ
গ) স্বাভাবিক
ঘ) অনাবৃত দশমিক
Note : যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, তাদের মূলদ সংখ্যা বলে। ২/৯ কে p/q আকারে প্রকাশ করা হয়েছে, তাই এটি একটি মূলদ সংখ্যা। এটি একটি আবৃত দশমিক (0.222...) গঠন করে, অনাবৃত নয়।
ক) 1টি
খ) 2টি
গ) 3টি
ঘ) 4টি
Note : √3 এর মান প্রায় ১.৭৩২। প্রশ্নটি হলো ১.৭৩২ এবং ৫ এর মধ্যে কতগুলি পূর্ণসংখ্যা আছে। পূর্ণসংখ্যাগুলি হল ২, ৩, এবং ৪। মোট ৩টি পূর্ণসংখ্যা আছে। তাই সঠিক উত্তর হল ৩টি।
ক) 98999
খ) 10
গ) 1
ঘ) 100
Note : পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১০০০০ (কারণ ৯৯৯৯ হল চার অঙ্কের বৃহত্তম)। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৯৯৯৯। এদের অন্তর (পার্থক্য) হলো ১০০০০ - ৯৯৯৯ = ১। তাই সঠিক উত্তর হল ১।
ক) 263
খ) 233
গ) 253
ঘ) 241
Note : একটি সংখ্যা মৌলিক কিনা তা পরীক্ষা করার জন্য, সেটিকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে হবে। ২৫৩ সংখ্যাটিকে ১১ দিয়ে ভাগ করা যায় (১১ * ২৩ = ২৫৩)। অন্য সংখ্যাগুলো (২৬৩, ২৩৩, ২৪১) কোনো পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, তাই তারা মৌলিক। সুতরাং, ২৫৩ মৌলিক সংখ্যা নয়।
ক) 35
খ) 42
গ) 48
ঘ) 55
Note : ৩০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো: ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭१, ৭৩, ৭৯। এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো ৩১ এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হলো ৭৯। সুতরাং, এদের ব্যবধান = ৭৯ - ৩১ = ৪৮। তাই সঠিক উত্তর হল ৪৮।
ক) 1
খ) 4
গ) 5
ঘ) 6
Note : x অক্ষরেখা থেকে কোনো বিন্দুর দূরত্ব হল ওই বিন্দুর y স্থানাঙ্ক। (৫, ৬) বিন্দুটির y স্থানাঙ্ক হল ৬। তাই, x অক্ষরেখা থেকে বিন্দুটি ৬ একক দূরে অবস্থিত।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন