সালোকসংশ্লেষণ ঘটে না----
ক) পাতায়
খ) শাখা-প্রশাখা
গ) সবুজ কাণ্ডে
ঘ) মূলে
বিস্তারিত ব্যাখ্যা:
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল এবং সূর্যালোক প্রয়োজন। উদ্ভিদের মূলে ক্লোরোফিল থাকে না এবং সেখানে সূর্যালোক পৌঁছায় না। তাই মূলে সালোকসংশ্লেষণ ঘটে না।
Related Questions
ক) পোলিও
খ) হাম
গ) জলাতঙ্ক
ঘ) ডিপথেরিয়া
Note : ডিপথেরিয়া Corynebacterium diphtheriae নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। পোলিও হাম এবং জলাতঙ্ক হলো ভাইরাসজনিত রোগ।
ক) 1992
খ) 2003
গ) 2004
ঘ) 2005
Note : বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি গৃহীত ও ঘোষিত হয় ১৯৯২ সালে।
ক) পরজীবী
খ) স্বভোজী
গ) পরভোজী
ঘ) মিথোজীবী
Note : সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যাদের ফুল হয় তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই এরা স্বভোজী (Autotrophic)।
ক) শিরার ভিতর দিয়ে
খ) স্নায়ুর ভিতর দিয়ে
গ) ধমনীর ভিতর দিয়ে
ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
Note : হৃৎপিণ্ডের প্রতিটি সংকোচনের ফলে রক্তচাপের যে ঢেউ ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই হলো নাড়ীর স্পন্দন। এটি ধমনীর ভিতর দিয়ে প্রবাহিত হয়।
ক) সিলভার ব্রোমাইডের
খ) সিলভার ক্লোরাইডের
গ) সিলভার সালফেটের
ঘ) সিলভার নাইট্রেটের
Note : ফটোগ্রাফিক ফিল্ম বা প্লেটে আলোর প্রতি সংবেদনশীল একটি রাসায়নিক যৌগের আবরণ থাকে। এই যৌগটি হলো সিলভার ব্রোমাইড (AgBr)।
ক) অক্সি-হাইড্রোজেন শিখা
খ) অক্সি-নাইট্রোজেন শিখা
গ) অক্সি-অ্যামোনিয়াম শিখা
ঘ) অক্সি-অ্যাসিটিলিন শিখা
Note : অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা প্রায় ৩৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা লোহা গলানোর জন্য যথেষ্ট। এটি ঝালাই বা ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়।
জব সলুশন