সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে----

ক) পরজীবী
খ) স্বভোজী
গ) পরভোজী
ঘ) মিথোজীবী
বিস্তারিত ব্যাখ্যা:
সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যাদের ফুল হয় তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই এরা স্বভোজী (Autotrophic)।

Related Questions

ক) শিরার ভিতর দিয়ে
খ) স্নায়ুর ভিতর দিয়ে
গ) ধমনীর ভিতর দিয়ে
ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
Note : হৃৎপিণ্ডের প্রতিটি সংকোচনের ফলে রক্তচাপের যে ঢেউ ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই হলো নাড়ীর স্পন্দন। এটি ধমনীর ভিতর দিয়ে প্রবাহিত হয়।
ক) সিলভার ব্রোমাইডের
খ) সিলভার ক্লোরাইডের
গ) সিলভার সালফেটের
ঘ) সিলভার নাইট্রেটের
Note : ফটোগ্রাফিক ফিল্ম বা প্লেটে আলোর প্রতি সংবেদনশীল একটি রাসায়নিক যৌগের আবরণ থাকে। এই যৌগটি হলো সিলভার ব্রোমাইড (AgBr)।
ক) অক্সি-হাইড্রোজেন শিখা
খ) অক্সি-নাইট্রোজেন শিখা
গ) অক্সি-অ্যামোনিয়াম শিখা
ঘ) অক্সি-অ্যাসিটিলিন শিখা
Note : অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা প্রায় ৩৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা লোহা গলানোর জন্য যথেষ্ট। এটি ঝালাই বা ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়।
ক) শিশির উৎপন্ন হয়
খ) শিশির উৎপন্ন হয় না
গ) উভয়টিই ঠিক
ঘ) কোনোটিই নয়
Note : বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দিনের তাপমাত্রায় অসম্পৃক্ত থাকে। রাতের বেলায় ভূপৃষ্ঠের তাপ বিকিরণ এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন ঠান্ডা হলে নিম্ন তাপমাত্রায় সেই বায়ুর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় ও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। সেজন্য মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না।
ক) হিলিয়াম সহজলভ্য
খ) হিলিয়াম নিষ্ক্রয় গ্যাস
গ) হিলিয়াম গ্যাসের দাম কম
ঘ) উপরের সবকটিই
Note : হাইড্রোজেন অত্যন্ত দাহ্য গ্যাস অর্থাৎ এটি সহজে জ্বলে ওঠে। অন্যদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস যা জ্বলে না। তাই নিরাপত্তার জন্য বেলুনে হাইড্রোজেন এর পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হয়।
ক) অলৌকিক
খ) লৌকিক
গ) বাস্তব
ঘ) অবাস্তব
Note : অলীক' শব্দের অর্থ হলো যা অবাস্তব বা কাল্পনিক। এর সঠিক বিপরীত শব্দ হলো 'বাস্তব' যার অর্থ যা প্রকৃত বা সত্যিকারের।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন