কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে ---

ক) অক্সি-হাইড্রোজেন শিখা
খ) অক্সি-নাইট্রোজেন শিখা
গ) অক্সি-অ্যামোনিয়াম শিখা
ঘ) অক্সি-অ্যাসিটিলিন শিখা
বিস্তারিত ব্যাখ্যা:
অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা প্রায় ৩৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা লোহা গলানোর জন্য যথেষ্ট। এটি ঝালাই বা ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়।

Related Questions

ক) শিশির উৎপন্ন হয়
খ) শিশির উৎপন্ন হয় না
গ) উভয়টিই ঠিক
ঘ) কোনোটিই নয়
Note : বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দিনের তাপমাত্রায় অসম্পৃক্ত থাকে। রাতের বেলায় ভূপৃষ্ঠের তাপ বিকিরণ এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন ঠান্ডা হলে নিম্ন তাপমাত্রায় সেই বায়ুর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় ও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। সেজন্য মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না।
ক) হিলিয়াম সহজলভ্য
খ) হিলিয়াম নিষ্ক্রয় গ্যাস
গ) হিলিয়াম গ্যাসের দাম কম
ঘ) উপরের সবকটিই
Note : হাইড্রোজেন অত্যন্ত দাহ্য গ্যাস অর্থাৎ এটি সহজে জ্বলে ওঠে। অন্যদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস যা জ্বলে না। তাই নিরাপত্তার জন্য বেলুনে হাইড্রোজেন এর পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হয়।
ক) অলৌকিক
খ) লৌকিক
গ) বাস্তব
ঘ) অবাস্তব
Note : অলীক' শব্দের অর্থ হলো যা অবাস্তব বা কাল্পনিক। এর সঠিক বিপরীত শব্দ হলো 'বাস্তব' যার অর্থ যা প্রকৃত বা সত্যিকারের।
ক) দ্বিপ
খ) রঙ্গন
গ) অম্বুদ
ঘ) উৎপল
Note : পুষ্প' শব্দের অর্থ ফুল।
ক) লোকে কিনা বলে
খ) তুমি যে আমার কবিতা
গ) গগণে গরজে মেঘ ঘন বরষা
ঘ) জলে বাষ্প হয়
Note : ক্রিয়া সম্পাদনের কাল বা স্থানকে অধিকরণ কারক বলে। 'গগনে গরজে মেঘ' বাক্যে 'গগনে' শব্দটি গরজানোর স্থান বোঝাচ্ছে এবং 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
ক) কালির দাগ সহজে ওঠে না
খ) বুদ্ধি খাটিয়ে কাজ কর
গ) দুধ থেকে দই হয়
ঘ) এ বৎসর খুব বন্যা হয়েছে
Note : ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপায়কে করণ কারক বলে। 'বুদ্ধি খাটিয়ে কাজ কর' বাক্যে 'বুদ্ধি' হলো কাজ করার উপায় এবং এতে কোনো বিভক্তি যুক্ত নেই তাই এটি করণ কারকে শূন্য বিভক্তি।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন