নিচের কোন সমীকরণের উপর (1, -1) ও (3, 5) বিন্দুদ্বয় অবস্থিয়?

ক) 2y = 2x - 4
খ) 2y = 6x - 8
গ) 2y = 4x - 6
ঘ) 2y = 2x + 8
বিস্তারিত ব্যাখ্যা:
এখানে প্রতিটি সমীকরণে বিন্দুগুলোর মান (x, y) বসিয়ে দেখতে হবে কোন সমীকরণটি উভয় বিন্দুর জন্য সিদ্ধ হয়। অপশন B তে, 2y = 6x - 8। (1, -1) বিন্দুর জন্য: 2(-1) = 6(1) - 8 => -2 = 6 - 8 => -2 = -2 (সিদ্ধ)। (3, 5) বিন্দুর জন্য: 2(5) = 6(3) - 8 => 10 = 18 - 8 => 10 = 10 (সিদ্ধ)। যেহেতু উভয় বিন্দুই সমীকরণটিকে সিদ্ধ করে, এটিই সঠিক উত্তর।

Related Questions

ক) 11
খ) 13
গ) 19
ঘ) 17
Note : ধারাবাহিক বিজোড় সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য ২। পঞ্চম সংখ্যাটি ১৫ হলে, চতুর্থ সংখ্যাটি হবে ১৫-২=১৩। তৃতীয় সংখ্যাটি হবে ১৩-২=১১। দ্বিতীয়টি হবে ১১-২=৯ এবং প্রথমটি হবে ৯-২=৭। ধারাটি হলো: ৭, ৯, ১১, ১৩, ১৫। সুতরাং তৃতীয় সংখ্যাটি ১১।
ক) 30
খ) 40
গ) 50
ঘ) 60
Note : রাশিটি হলো 16x² - xy + 25 = (4x)² - xy + (5)²। এটি (a-b)² = a² - 2ab + b² সূত্রের সাথে মিলে যায় যদি মধ্যপদটি -2ab এর সমান হয়। এখানে a=4x এবং b=5। সুতরাং, মধ্যপদটি হবে -2(4x)(5) = -40x। প্রশ্নের রাশিটির মধ্যপদ -xy এর সাথে তুলনা করলে পাই, -xy = -40x। সুতরাং, y=40।
ক) 57
খ) 75
গ) 39
ঘ) 93
Note : ধরি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x। সংখ্যাটি 10x+y। শর্তানুযায়ী, x+y=12। স্থান পরিবর্তন করা সংখ্যাটি 10y+x। দ্বিতীয় শর্তানুযায়ী, (10y+x) - (10x+y) = 54। বা, 9y-9x=54, বা, y-x=6। এখন x+y=12 এবং y-x=6 সমীকরণ দুটি যোগ করে পাই 2y=18, সুতরাং y=9। y-এর মান বসালে x=3। সংখ্যাটি হলো 10(3)+9 = 39।
ক) (2,3)
খ) (2,5)
গ) (1,2)
ঘ) (3,2)
Note : প্রথম সমীকরণকে ২ দিয়ে গুণ করে পাই 4x+2y=16। এবার এই সমীকরণের সাথে দ্বিতীয় সমীকরণ (3x-2y=5) যোগ করলে পাই, 7x=21, সুতরাং x=3। x-এর মান প্রথম সমীকরণে বসালে পাই, 2(3)+y=8 বা, 6+y=8, সুতরাং y=2। অতএব, (x,y) এর মান (3,2)।
ক) 23
খ) 14
গ) 41
ঘ) 50
Note : ধরি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x। তাহলে সংখ্যাটি হলো 10x+y। শর্তানুযায়ী, x+y=5। দ্বিতীয় শর্তানুযায়ী, (10x+y)+9 = 10y+x (স্থান পরিবর্তন করা সংখ্যা)। বা, 9x-9y = -9, বা, x-y = -1। এখন, x+y=5 এবং x-y=-1 সমীকরণ দুটি যোগ করে পাই 2x=4, সুতরাং x=2। x-এর মান বসালে পাই 2+y=5, সুতরাং y=3। সংখ্যাটি হলো 10(2)+3 = 23।
ক) 25
খ) 30
গ) 35
ঘ) 45
Note : আমরা জানি, 4xy = (x+y)² - (x-y)²। এখানে x+y=12 এবং x-y=2 মানগুলো বসালে পাই, 4xy = (12)² - (2)² = 144 - 4 = 140। সুতরাং, xy = 140/4 = 35। তাই সঠিক উত্তর ৩৫।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন