বৃত্তের বাইরে কোন নির্দিষ্ট বিন্দু থেকে কতটি স্পর্শক আঁকা যাবে?

ক) ২ টি
খ) ১টি
গ) ৩টি
ঘ) ৪টি
বিস্তারিত ব্যাখ্যা:
জ্যামিতির উপপাদ্য অনুসারে, বৃত্তের বহিঃস্থ কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বৃত্তের উপর ঠিক দুটি স্পর্শক আঁকা যায় এবং স্পর্শবিন্দু থেকে অঙ্কিত ব্যাসার্ধদ্বয় স্পর্শকের উপর লম্ব হয়।

Related Questions

ক) 1
খ) 1/2
গ) -1
ঘ) -2
Note :

সাধারণ এখানে পাওয়ার বড় হলে সংখ্যাটি ছোট হচ্ছে তাই x এর মান ভগ্নাংশ আসবে । চারটি অপশন থেকে ভগ্নাংশের মানটিই নিতে হবে । 

ক) 15
খ) 16
গ) 12
ঘ) 18
Note : ধরি, বাউন্ডারি (৪ রান) সংখ্যা x এবং ওভার বাউন্ডারি (৬ রান) সংখ্যা y। প্রশ্নমতে, x + y = 21 (মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি) এবং 4x + 6y = 96 (মোট রান)। প্রথম সমীকরণ থেকে পাই, y = 21 - x। এই মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই, 4x + 6(21 - x) = 96; বা, 4x + 126 - 6x = 96; বা, -2x = 96 - 126; বা, -2x = -30; সুতরাং, x = 15। বাউন্ডারির সংখ্যা ১৫টি।
ক) ৯০°
খ) ৮০°
গ) ৭০°
ঘ) ৪৫°
Note : ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। অনুপাতের যোগফল = ২ + ৩ + ৪ = ৯। বৃহত্তম কোণটির পরিমাণ হবে (১৮০° × ৪) / ৯ = ২০° × ৪ = ৮০°।
ক) ৩৮°
খ) ৪২°
গ) ৪১°
ঘ) ৪৯°
Note : সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°। অপর সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০°। ধরি, একটি সূক্ষ্মকোণ x এবং অপরটি y। প্রশ্নমতে, x + y = 90° এবং x - y = 6°। সমীকরণ দুটি যোগ করে পাই, 2x = 96°, সুতরাং x = 48°। y = 90° - 48° = 42°। ক্ষুদ্রতম কোণটি হলো ৪২°।
ক) 792
খ) 224
গ) 120
ঘ) 252
Note : যেহেতু ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, সেহেতু আমাদের নতুন করে আর কোনো পুস্তক বাছাই করতে হবে না। এখন বাকি পুস্তক সংখ্যা হলো (১২ - ২) = ১০টি। এবং আমাদের আরও বাছাই করতে হবে (৫ - ২) = ৩টি পুস্তক। সুতরাং, ১০টি পুস্তক থেকে ৩টি বাছাই করার উপায় হলো 10C3 = (10 × 9 × 8) / (3 × 2 × 1) = 10 × 3 × 4 = 120। মোট বাছাইয়ের প্রকার ১২০।
ক) ৮ কি.মি.
খ) ১০ কি.মি.
গ) ২৫ কি.মি
ঘ) ১৫ কি.মি
Note :

ধরি, স্থানটির দূরত্ব S.

৩০ মিনিট = ০.৫ ঘণ্টা।

সেখানে ঘণ্টায় ৫ কি.মি. বেগে যেতে T ঘণ্টা সময় লাগলে ঘণ্টায় ৬ কি.মি. বেগে যেতে সময় লাগবে (T - ০.৫) ঘণ্টা। দূরত্ব = বেগ x সময়।

প্রশ্নমতে,   ৫T = ৬(T - ০.৫)

বা,             ৫T = ৬T - ৬ x ০.৫

বা,           ৬T - ৫T = ৩

বা,            T = ৩ ঘণ্টা

সুতরাং,   দূরত্ব, S = ৫T = ৫ x ৩ = ১৫ কি.মি.

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন