কোন সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

ক) ৩৮°
খ) ৪২°
গ) ৪১°
ঘ) ৪৯°
বিস্তারিত ব্যাখ্যা:
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°। অপর সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০°। ধরি, একটি সূক্ষ্মকোণ x এবং অপরটি y। প্রশ্নমতে, x + y = 90° এবং x - y = 6°। সমীকরণ দুটি যোগ করে পাই, 2x = 96°, সুতরাং x = 48°। y = 90° - 48° = 42°। ক্ষুদ্রতম কোণটি হলো ৪২°।

Related Questions

ক) 792
খ) 224
গ) 120
ঘ) 252
Note : যেহেতু ২টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, সেহেতু আমাদের নতুন করে আর কোনো পুস্তক বাছাই করতে হবে না। এখন বাকি পুস্তক সংখ্যা হলো (১২ - ২) = ১০টি। এবং আমাদের আরও বাছাই করতে হবে (৫ - ২) = ৩টি পুস্তক। সুতরাং, ১০টি পুস্তক থেকে ৩টি বাছাই করার উপায় হলো 10C3 = (10 × 9 × 8) / (3 × 2 × 1) = 10 × 3 × 4 = 120। মোট বাছাইয়ের প্রকার ১২০।
ক) ৮ কি.মি.
খ) ১০ কি.মি.
গ) ২৫ কি.মি
ঘ) ১৫ কি.মি
Note :

ধরি, স্থানটির দূরত্ব S.

৩০ মিনিট = ০.৫ ঘণ্টা।

সেখানে ঘণ্টায় ৫ কি.মি. বেগে যেতে T ঘণ্টা সময় লাগলে ঘণ্টায় ৬ কি.মি. বেগে যেতে সময় লাগবে (T - ০.৫) ঘণ্টা। দূরত্ব = বেগ x সময়।

প্রশ্নমতে,   ৫T = ৬(T - ০.৫)

বা,             ৫T = ৬T - ৬ x ০.৫

বা,           ৬T - ৫T = ৩

বা,            T = ৩ ঘণ্টা

সুতরাং,   দূরত্ব, S = ৫T = ৫ x ৩ = ১৫ কি.মি.

ক) 4/9
খ) 9/4
গ) 3/2
ঘ) √2/3
Note :

লগারিদমের সংজ্ঞা অনুসারে, loga(b) = c হলে, a^c = b হয়। এখানে, x^(-1/2) = 3/2। বা, 1/(x^(1/2)) = 3/2। বা, 1/√x = 3/2। উভয় পক্ষকে বর্গ করে পাই, 1/x = (3/2)² = 9/4। সুতরাং, x = 4/9।

ক) 80
খ) 70
গ) 75
ঘ) 90
Note : ধরি, সংখ্যাটি x। প্রশ্নমতে, (x এর ৪০%) + ৪২ = x; বা, 0.40x + 42 = x; বা, 42 = x - 0.40x; বা, 42 = 0.60x; বা, x = 42 / 0.60; বা, x = 420 / 6; সুতরাং, x = 70। সংখ্যাটি ৭০।
ক) Interrogative
খ) Exclamatory
গ) Imperative
ঘ) Assertive
ক) Sing
খ) Singer
গ) Mango
ঘ) None of the above

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন