x2 – 3x + 2&x2 – 5x + 6 এর ল.সা.গু কত?

ক) (x-1)(x-2)(x-3)
খ) (x+1)(x-2) (x+3)
গ) (X-1)(x+2)(X+3)
ঘ) X-2
বিস্তারিত ব্যাখ্যা:
প্রথম রাশি x²-3x+2 = (x-1)(x-2)। দ্বিতীয় রাশি x²-5x+6 = (x-2)(x-3)। উভয় রাশির সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাত নিয়ে ল.সা.গু. হয়। সুতরাং ল.সা.গু. হলো (x-1)(x-2)(x-3)।

Related Questions

ক) x-1
খ) x(x-1)
গ) x+1
ঘ) (x+1) (x-1)( x² - x + 1)
Note : প্রথম রাশি x³+1 = (x+1)(x²-x+1)। দ্বিতীয় রাশি x²-1 = (x+1)(x-1)। উভয় রাশির সাধারণ উৎপাদক হলো (x+1)। সুতরাং নির্ণেয় গ.সা.গু. হলো x+1।
ক) ১০৫°
খ) ৭৫°
গ) ৮৫°
ঘ) ৯৫°
Note :

দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° বা এক সরলকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এখানে একটি কোণ ৯৫° হলে অপর কোণটি হবে ১৮০° - ৯৫° = ৮৫°।

ক) 35
খ) 50
গ) 25
ঘ) 100
Note : logₐb = c হলে aᶜ = b হয়। এখানে logₓ5 = 2 মানে x² = 5²। সুতরাং x=5। প্রশ্নটিতে সম্ভবত log₅x = 2 হওয়ার কথা ছিল সেক্ষেত্রে 5²=x বা x=25 হতো। প্রশ্নের কাঠামো অনুযায়ী উত্তর ২৫।
ক) x=3
খ) x=2
গ) x=1
ঘ) x=4
Note : সমীকরণটিকে সাজিয়ে লেখা যায় 3²x.3⁻² - 5.3x.3⁻² = 66। 3x=a ধরলে এটি একটি দ্বিঘাত সমীকরণে পরিণত হয়। সমাধান করে a বা 3x এর মান বের করে x এর মান নির্ণয় করা যায় যা x=4 হয়।
ক) 3
খ) 2
গ) 1
ঘ) 4
Note : 3x+2 = 81 কে 3x+2 = 34 লেখা যায়। সূচকীয় সমীকরণের নিয়ম অনুযায়ী ভিত্তি (base) একই হলে পাওয়ার (power) সমান হয়। সুতরাং x+2 = 4 বা x = 2।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন