টপিকঃ বিরাম চিহ্ন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 20 questions total

1. কোলন ড্যাশ কোনটি?

ক) কমার ওপর বিন্দু
খ) বিসর্গের মত
গ) :- বিসর্গের ডান পার্শ্বে লম্বা রেখা
ঘ) । (পূর্ণ বিরতি নির্দেশক)
Note :
কোলন (:) এবং ড্যাশ (-) এর সমন্বয়ে গঠিত চিহ্নটি হলো কোলন ড্যাশ (:-)।

2. 'হাইফেন'- কে বাংলায় কি বলে?

ক) সংকোচ চিহ্ন
খ) সংক্ষেপণ চিহ্ন
গ) বিয়োজক চিহ্ন
ঘ) সংযোগ চিহ্ন
Note :
ইংরেজি 'হাইফেন' (-) চিহ্নটির বাংলা নাম হলো 'সংযোগ চিহ্ন'। কারণ এর প্রধান কাজ হলো দুটি পদ বা শব্দের মধ্যে সংযোগ স্থাপন করা। যেমন: 'দিন-রাত'।

3. প্রান্তিক বিরামচিহ্ন কোনটি?

ক) সেমিকোলন
খ) ড্যাশ
গ) প্রশ্নচিহ্ন
ঘ) কোলন
Note :
'প্রশ্নচিহ্ন' (?) বাক্যের শেষে বসে কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়। সেমিকোলন, ড্যাশ ও কোলন বাক্যের মাঝে ব্যবহৃত হয়, তাই এগুলো প্রান্তিক চিহ্ন নয়।

4. সঠিক বাক্য কোনটি?

ক) ১৫ পৌষ সোমবার ১৪১০
খ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল।
গ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল
ঘ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল।
Note :
তারিখ ও বারের মাঝে এবং বার ও সালের মাঝে কমা ব্যবহারের নিয়মটি এখানে যথাযথভাবে মানা হয়েছে।

5. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন ড্যাশ
খ) ড্যাশ
গ) কোলন
ঘ) সেমিকোলন
Note :
উদাহরণ বা দৃষ্টান্ত উপস্থাপনের আগে প্রথাগতভাবে কোলন ড্যাশ (:-) ব্যবহৃত হয়।

6. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?

ক) সেমিকোলন
খ) বিন্দু
গ) কমা
ঘ) কোলন
Note :
শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে বিন্দু (.) চিহ্ন ব্যবহৃত হয় যেমন: ডা. বা মি.।

7. কমা (comma) এর বাংলা কি?

ক) পূর্ণচ্ছেদ
খ) দৃষ্টান্তচ্ছেদ
গ) পাদচ্ছেদ
ঘ) অর্ধচ্ছেদ
Note :
কমাকে বাংলায় পাদচ্ছেদ বলা হয় কারণ এটি বাক্যে খুব স্বল্প বিরতি নির্দেশ করে।

8. বাংলা সাহিত্যে দাড়ি কমা কোলন প্রভৃতি বিরামচিহ্ন কে সর্বপ্রথম ব্যবহার করেন?

ক) প্যারীচাঁদ মিত্র
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) বঙ্কিমচন্দ্র
Note :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে শৃঙ্খলা আনার জন্য ইংরেজি রীতির অনুকরণে দাড়ি কমা ও সেমিকোলন ইত্যাদির ব্যবহার শুরু করেন।

9. ‘হাইফেন’- কে বাংলায় কি বলে?

ক) সংকোচ চিহ্ন
খ) সংক্ষেপণ চিহ্ন
গ) বিয়োজক চিহ্ন
ঘ) সংযোগ চিহ্ন
Note :
হাইফেন দুটি পদকে সংযুক্ত করে বলে একে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়।

10. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-

ক) বিলুপ্ত বর্ণের জন্য
খ) সামসবদ্ধ পদের জন্য
গ) প্রত্যক্ষ উক্তির জন্য
ঘ) উদ্ধরণ চিহ্নের পূর্বে
Note :
কোনো শব্দ থেকে কোনো বর্ণ বিলুপ্ত বা লোপ করা হলে, সেই বিলুপ্ত বর্ণের স্থানে ইলেক বা লোপ চিহ্ন (') ব্যবহৃত হয়। এটি সাধারণত কবিতায় বা শব্দের সংক্ষিপ্ত রূপে দেখা যায়।

11. বাক্যে দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
খ) এক (১) বলতে যে সময় লাগে
গ) এক (১) বলার দ্বিগুণ সময়
ঘ) দুই (২) সেকেন্ড
Note :
দাঁড়ি (।) বা পূর্ণচ্ছেদ চিহ্নে সবচেয়ে বেশি সময় থামতে হয়, যা একটি বাক্যের সম্পূর্ণ সমাপ্তি নির্দেশ করে। এর বিরতিকালকে 'এক সেকেন্ড' ধরা হয়।

12. শব্দ-গঠনে কোন লেখন চিহ্নের ব্যবহার হয়?

ক) দাড়ি
খ) ড্যাস
গ) হাইফেন
ঘ) কমা
Note :
শব্দ গঠনের সময় বিশেষ করে সমাসবদ্ধ শব্দে হাইফেন ব্যবহৃত হয়।

13. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন
খ) দাড়ি
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
Note :
বাক্যের পূর্ণ সমাপ্তি বা সম্পূর্ণ বিরতি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়।

14. কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয়?

ক) দাড়ি
খ) প্রশ্নচিহ্ন
গ) কোলন
ঘ) বিস্ময় চিহ্ন
Note :
দাড়ি প্রশ্নচিহ্ন ও বিস্ময় চিহ্ন বাক্যের শেষে বসে কিন্তু কোলন সাধারণত উদাহরণ বা উদ্ধৃতির আগে বাক্যের মাঝখানে ব্যবহৃত হয় তাই এটি প্রান্তিক নয়।

15. বাক্যে কোন বিরামচিহ্নের ব্যবহারে থামার প্রয়োজন নেই?

ক) কোলন
খ) ড্যাস
গ) অর্থচ্ছেদ
ঘ) বন্ধনী
Note :
হাইফেন ইলেক ও বন্ধনী চিহ্নে থামার প্রয়োজন নেই।

16. চারটি বিরামচিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?

ক) ড্যাশ
খ) সেমিকোলন
গ) দাড়ি
ঘ) হাইফেন
Note :
দাড়ি চিহ্নটি বাক্যের পূর্ণ সমাপ্তি নির্দেশ করে তাই একে পূর্ণচ্ছেদ বলে।

17. দুটি পদের সংযোগস্থলে কি বসে?

ক) ড্যাশ
খ) হাইফেন
গ) কোলন
ঘ) কোলন ড্যাস
Note :
দুটি পদের সংযোগ স্থাপনে হাইফেন ব্যবহৃত হয়।

18. বর্জনস্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয়-

ক) মিলেক
খ) চিলেক
গ) তিলেক
ঘ) ইলেক
Note :
শব্দের বর্ণ বর্জন বা লোপ বোঝাতে উপরে যে কমার মতো চিহ্ন দেওয়া হয় তাকে ইলেক বলে।

19. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পরে কোন চিহ্ন বসে?

ক) !
খ) ;
গ) :
ঘ) ?
Note :
সাধারণ সম্বোধনে কমা বসে কিন্তু আবেগজড়িত সম্বোধন হলে সেখানে বিস্ময়সূচক চিহ্ন (!) বসে।

20. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?

ক) হাইফেন
খ) সেমিকোলন
গ) ড্যাশ
ঘ) কমা
Note :
দুটি বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকলে এবং কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে তাদের মাঝখানে সেমিকোলন বসে।
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade