একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?

ক) হাইফেন
খ) সেমিকোলন
গ) ড্যাশ
ঘ) কমা
বিস্তারিত ব্যাখ্যা:
দুটি বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকলে এবং কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে তাদের মাঝখানে সেমিকোলন বসে।

Related Questions

ক) ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
খ) ১ (এক) বলার দ্বিগুণ সময়
গ) ১ (এক) সেকেন্ড
ঘ) থামার প্রয়োজন নেই
Note : কমা বা পাদচ্ছেদের বিরতিকাল হলো এক উচ্চারণ করতে যতটুকু সময় লাগে।
ক) ১৫ পৌষ সোমবার ১৪১০
খ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল।
গ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল
ঘ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল।
Note : তারিখ ও বারের মাঝে এবং বার ও সালের মাঝে কমা ব্যবহারের নিয়মটি এখানে যথাযথভাবে মানা হয়েছে।
ক) ডিসেম্বর ১৬ ১৯৭১
খ) ঢাকা ২১ ফেব্রুয়ারি ১৯৫২
গ) পয়লা বৈশাখ চৌদ্দশত সাত
ঘ) ২৬ মার্চ ১৯৭১
Note : তারিখ লেখার নিয়মে মাসের নাম ও সালের মাঝখানে কমা বসে তাই এখানে কমা না থাকায় এটি ভুল।
ক) কমা
খ) কোলন
গ) কোলন ড্যাস
ঘ) হাইফেন
Note : প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন শুরু হওয়ার আগে কমা বসাতে হয়।
ক) দাড়ি
খ) কোলন
গ) কমা
ঘ) ড্যাস
Note : ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসাতে হয়।
ক) বিন্দু
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) কমা
Note : একই ধরনের বা সমজাতীয় পদ পাশাপাশি বসলে তাদের আলাদা করতে কমা ব্যবহৃত হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন