টপিকঃ বাক্য

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 50 questions total

1. ইচ্ছামূলক বাক্য কোনটি?

ক) কাজ কর
খ) ভাল থাকিস
গ) যাবি কিনা বল?
ঘ) প্রাণের বন্ধু
Note :
ভাল থাকিস দ্বারা আশীর্বাদ বা শুভ ইচ্ছা প্রকাশ করা হয়েছে তাই এটি ইচ্ছামূলক বাক্য।

2. ‘তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি’। কোন ধরনের বাক্য?

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) যোগরূঢ়
Note :
এখানে একটি খণ্ডবাক্য অন্যটির ওপর নির্ভরশীল। কারণ দর্শানো বা শর্ত সাপেক্ষে বাক্যটি গঠিত হয়েছে যা জটিল বাক্যের বৈশিষ্ট্য।

3. ‘ইস! যদি পাখির মতো পাখা পেতাম।’ বাক্যটি-

ক) প্রার্থনাসূচক
খ) বর্ণনাত্মক
গ) আবেগসূচক
ঘ) সন্দেহসূচক
Note :
ইস শব্দটি দ্বারা মনের আক্ষেপ বা তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে যা আবেগ বা বিস্ময়সূচক বাক্যের বৈশিষ্ট্য।

4. “পুকুরে পদ্মফুল জন্মে” - কোন ধরনের বাক্য?

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note :
এটি একটি সাধারণ বর্ণনামূলক বাক্য যাতে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় রয়েছে। তাই এটি সরল বাক্য।

5. বিবৃতিমূলক বাক্য কোনটি?

ক) তোমার মঙ্গল হোক
খ) তোমার আজ কি পরীক্ষা?
গ) সে ঢাকা যাবে না
ঘ) তাজ্জব ব্যাপার!
Note :
সে ঢাকা যাবে না - এটি একটি সাধারণ তথ্য প্রদান করছে (নেতিবাচক বিবৃতি)। তাই এটি বিবৃতিমূলক বাক্য।

6. ‘সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে।‘- কোন ধরনের বাক্য?

ক) সরল
খ) মিশ্র
গ) জটিল
ঘ) যৌগিক
Note :
এবং যোজক দ্বারা দুটি পূর্ণ বাক্য যুক্ত হয়েছে তাই এটি যৌগিক বাক্য।

7. কোনটি বিস্ময়সূচক বাক্য?

ক) কি করবে?
খ) সকলের মঙ্গল হোক।
গ) কি সুন্দর ফুল!
ঘ) সব কাজ সহজ নয়।
Note :
কি সুন্দর ফুল! দ্বারা ফুলের সৌন্দর্য দেখে মনের বিস্ময় প্রকাশ করা হয়েছে।

8. ‘সে যে কোথায় তা আমার জানা নাই’ - কোন ধরনের বাক্য?

ক) জটিল
খ) যৌগিক
গ) সরল
ঘ) খণ্ডবাক্য
Note :
এখানে যে সাপেক্ষ শব্দটি বাক্যের দুটি অংশের সংযোগ ঘটিয়েছে এবং একটি অংশ অন্যটির ওপর নির্ভরশীল তাই এটি জটিল বাক্য।

9. নিচের কোনটি যৌগিক বাক্য?

ক) দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না
খ) তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন
গ) মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন
ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী
Note :
ছেলেটি চঞ্চল কিন্তু (তবে) মেধাবী - এখানে দুটি বৈশিষ্ট্যকে যোজক দ্বারা যুক্ত করা হয়েছে। অন্যগুলো সরল বাক্য।

10. “যেমন কাজ করবে তেমন ফল পাবে।”- বাক্যটির সরল রূপ কোনটি?

ক) কাজ অনুযায়ী ফল পাবে
খ) কাজের উপর ফল নির্ভর করে
গ) যেমন কর্ম তেমন ফল
ঘ) ফলেই কর্মের পরিচয়
Note :
যেমন-তেমন যুক্ত জটিল বাক্যকে সরল করতে হলে সাপেক্ষ শব্দ বাদ দিয়ে এক কথায় প্রকাশ করতে হয়। কাজ অনুযায়ী ফল পাবে - এটি সবচেয়ে সঠিক সরল রূপ।

11. নির্দেশাত্মক বাক্য কোনটি?

ক) লোকটি গরিব কিন্তু কৃপণ নয়
খ) এরা কি অন্য জাতের মানুষ নয়
গ) এখান থেকে যাও
ঘ) কী দুষ্টু ছেলেগুলো

12. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত?

ক) তার বাহিরে যাবার সময় হয়েছে
খ) সে স্কুলে যাবে
গ) তার বিবাহ হয় নাই
ঘ) তাহারা রওয়ানা হলো
Note :
সে স্কুলে যাবে বাক্যটিতে ভাষারীতির কোনো মিশ্রণ বা ভুল প্রয়োগ নেই। ক অপশনে বাহিরে এর বদলে বাইরে এবং গ অপশনে বিবাহ এর বদলে বিয়ে ব্যবহার চলিত রীতিতে অধিক গ্রহণযোগ্য।

13. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

ক) শবপোড়া
খ) মড়াদাহ
গ) শবদাহ
ঘ) শবমড়া
Note :
শবদাহ শব্দটি পুরোপুরি তৎসম শব্দমূল দিয়ে গঠিত তাই এটি শুদ্ধ। মড়াদাহ বা শবপোড়া গুরুচণ্ডালী দোষযুক্ত।

14. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।’- বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি?

ক) প্রিয়ংবদা যথার্থ কহে নাই
খ) প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
গ) প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
ঘ) প্রিয়ংবদা বলে নাই
Note :
যথার্থ কহিয়াছে এর অর্থ ঠিক রেখে নেতিবাচক করতে হলে বলতে হবে অযথার্থ (ভুল) কহে নাই।

15. ‘সেখানে কেউ নেই’ - বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?

ক) শূন্যস্থান
খ) নির্জন জায়গা
গ) নির্বান্ধব স্থান
ঘ) অনুপস্থিত
Note :
সেখানে কেউ নেই মানে জায়গাটি জনমানবহীন বা নির্জন। তাই অস্তিবাচক রূপ হলো নির্জন জায়গা (যদিও এটি পূর্ণ বাক্য নয় তবে ভাব প্রকাশ করে)।

16. ‘এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা’- এখানে ‘এইসব মিলিয়ে’ বর্গ হলো-

ক) উদ্দেশ্য
খ) বিধেয়
গ) উদ্দেশ্যের প্রসারক
ঘ) বিধেয়ের প্রসারক
Note :
এখানে তৈরি হয় হলো ক্রিয়া যা বিধেয় অংশের মূল। কীভাবে তৈরি হয় তা বোঝাতে এসব মিলিয়ে অংশটি ব্যবহৃত হয়েছে যা ক্রিয়ার অর্থকে প্রসারিত করছে তাই এটি বিধেয়ের প্রসারক।

17. ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।’ বাক্যটি-

ক) জটিল বাক্য
খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) অনুজ্ঞাসূচক বাক্য
Note :
এখানে সূর্যোদয়ে শব্দটি সময়ের উল্লেখ করছে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (হয়) আছে। তাই এটি সরল বাক্য।

18. ‘ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন’ এটি কোন ধরনের বাক্য?

ক) সরল
খ) জটিল
গ) যৌগিক
ঘ) খণ্ড
Note :
এটি একটি কাব্যিক বাক্য যেখানে শর্ত বা সময়ের উল্লেখ আছে যা জটিল বাক্যের অন্তর্গত। মূলত যখন-তখন এর ব্যবহার উহ্য আছে।

19. “যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে”- এটি কোন ধরনের বাক্য?

ক) সংযুক্ত বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note :
যদি-তাহলে শর্তবাচক শব্দ থাকায় এটি মিশ্র বা জটিল বাক্য।

20. মিশ্র বাক্যের অপর নাম কি?

ক) জটিল বাক্য
খ) খণ্ড বাক্য
গ) সরল বাক্য
ঘ) যৌগিক বাক্য
Note :
গঠন অনুসারে যা মিশ্র বাক্য তাই জটিল বাক্য। ইংরেজিতে একে Complex Sentence বলা হয়।

21. “মিথ্যাবাদীকে কেউ ভালবাসে না’ কোন ধরনের বাক্য?

ক) যৌগিক
খ) সরল
গ) জটিল
ঘ) মিশ্র
Note :
এটি একটি সাধারণ নেতিবাচক বিবৃতি যাতে একটি মাত্র কর্তা ও ক্রিয়া রয়েছে। তাই এটি সরল বাক্য।

22. সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?

ক) আঞ্চলিক দোষ
খ) গুরুচণ্ডালী দোষ
গ) বাহুল্য দোষ
ঘ) উপ্রেক্ষা দোষ
Note :
একই বাক্যে সাধু ও চলিত ভাষার শব্দের মিশ্রণ ঘটলে তাকে গুরুচণ্ডালী দোষ বলে। এটি বাক্যের যোগ্যতা নষ্ট করে।

23. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য?

ক) যৌগিক বাক্য
খ) সাধারণ বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) সরল বাক্য
Note :
দুটি স্বাধীন বাক্যকে কিন্তু যোজক দিয়ে যুক্ত করা হয়েছে যা যৌগিক বাক্যের প্রধান লক্ষণ।

24. ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো’- বাক্যটিতে কোন দোষ আছে?

ক) বাগধারার দোষ
খ) গুরুচণ্ডালী দোষ
গ) উপমার ভুল প্রয়োগ
ঘ) বাহুল্য দোষ
Note :
হৃদয় মন্দিরের সাথে বীজ বোনা বা উপ্ত হওয়ার সম্পর্ক নেই কারণ মন্দিরে বীজ বোনা যায় না। এটি ক্ষেত বা মাঠের সাথে তুলনীয় হতে পারত তাই এখানে উপমার ভুল প্রয়োগ হয়েছে।

25. কোনটি সরল বাক্য?

ক) যা করবার তা করেছি
খ) তুমি যা বলবে তাই ঠিক
গ) সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ
ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
Note :
তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন বাক্যটিতে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে এবং কোনো সাপেক্ষ যোজক নেই তাই এটি সরল বাক্য।

26. নিচের কোনটি বিস্ময়সূচক বাক্য?

ক) তাজ্জব ব্যাপার!
খ) ঈশ্বর তোমার মঙ্গলে রাখুন।
গ) কাজটি করে দাও না ভাই
ঘ) যাবি কি না বল?
Note :
তাজ্জব ব্যাপার! কথাটি দিয়ে অবাক হওয়া বোঝায় তাই এটি বিস্ময়সূচক।

27. ‘পড়া শেষে খেলতে যাবো’ এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?

ক) স্পৃহা
খ) আসক্তি
গ) অভ্যাস
ঘ) অভিপ্রায়
Note :
খেলতে যাবো এর মাধ্যমে বক্তার মনের ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ পেয়েছে।

28. গুণী লোক বিনয়ী হয়- জটিল বাক্যে রূপান্তর সঠিক কোনটি?

ক) গুণী লোকরাই তো বিনয়ী হয়
খ) গুণ আছে বলেই বিনয়ী
গ) বিনয়ী হলেই গুণ অর্জন করা যায়
ঘ) যার গুণ আছে সে বিনয়ী হয়
Note :
সরল বাক্যটিকে জটিল করতে হলে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে। এখানে যার-সে ব্যবহার করে সঠিক রূপান্তর করা হয়েছে।

29. “কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।” - বাক্যটি কীরূপ?

ক) সরল
খ) যৌগিক
গ) জটিল
ঘ) মিশ্র
Note :
রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের এই লাইনটি দুটি স্বাধীন বাক্যকে কিন্তু অব্যয় দ্বারা সংযুক্ত করেছে তাই এটি যৌগিক বাক্য।

30. ‘তপুর বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান’-বাক্যটি কোন ধরনের?

ক) সরল
খ) জটিল
গ) যৌগিক
ঘ) মিশ্র
Note :
তপুর বয়স অল্প (একটি বাক্য) এবং সে বেশ বুদ্ধিমান (আরেকটি বাক্য) - এই দুটিকে কিন্তু দ্বারা যুক্ত করা হয়েছে। তাই এটি যৌগিক।

31. “যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন”- কোন ধরনের বাক্য?

ক) সরল বাক্য
খ) মিশ্র বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) প্রশ্নবোধক বাক্য
Note :
যিনি-তাকে সাপেক্ষ সর্বনাম দ্বারা গঠিত হওয়ায় এটি মিশ্র বা জটিল বাক্য।

32. ‘তুই যেতে পারবি না।’ বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি?

ক) তুই যেতে পারবি
খ) তুই না যেয়ে পারবি না
গ) তোকে থাকতে হবে
ঘ) তোকে যাইতেই হবে
Note :
যেতে পারবি না এর অর্থ হলো তোকে অবস্থান করতে হবে বা থাকতে হবে। এটি অর্থ অপরিবর্তিত রেখে অস্তিবাচক রূপ।

33. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পর বসে-

ক) দাড়ি
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) কমা
Note :
জটিল বাক্যের অন্তর্গত খণ্ডবাক্যগুলো আলাদা করতে কমা (,) ব্যবহৃত হয় যাতে অর্থের স্পষ্টতা থাকে।

34. ‘হে সিন্ধু! বন্ধু মোর-মজিনু তব রূপে। এটা কোন ধরনের বাক্য?

ক) প্রার্থনাসূচক
খ) অনুজ্ঞাসূচক
গ) কার্যকারণাত্মক
ঘ) বিস্ময়সূচক
Note :
এখানে সিন্ধুকে সম্বোধন করে কবির বিস্ময় ও আবেগ প্রকাশ পেয়েছে তাই এটি বিস্ময়সূচক বা আবেগবাচক বাক্য।

35. ‘বসে থাকো’- এটি কোন ধরনের বাক্য?

ক) বিবৃতিমূলক
খ) বিস্ময়সূচক
গ) অনুজ্ঞাবাচক
ঘ) অস্তিবাচক
Note :
বসে থাকো একটি আদেশ বা নির্দেশ যা অনুজ্ঞাবাচক বাক্যের অন্তর্গত।

36. ‘আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব’ বাক্যটি কোন ধরনের বাক্য?

ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) জটিল বাক্য
ঘ) নির্দেশাত্মক বাক্য
Note :
এখানে কারণ শব্দটি যোজক হিসেবে ব্যবহৃত হলেও বাক্যটির গঠন কার্য-কারণ সম্পর্কের ওপর ভিত্তি করে জটিল বাক্যের ন্যায় আচরণ করে। তবে আধুনিক ব্যাকরণে কারণ থাকলে অনেক সময় যৌগিক বলা হয় কিন্তু প্রদত্ত অপশন ও উৎস অনুযায়ী এটি জটিল/মিশ্র ক্যাটাগরিতে ফেলা হয়েছে।

37. কোনটি অস্তিবাচক বাক্য?

ক) পৃথিবী চিরস্থায়ী নয়
খ) কথাটা না মেনে উপায় নেই
গ) ওকে চেনাই যায় না
ঘ) জায়গাটা নির্জন
Note :
অস্তিবাচক বা affirmative বাক্যে না-বোধক শব্দ থাকে না। জায়গাটা নির্জন মানে সেখানে কেউ নেই (নেতিবাচক অর্থ) কিন্তু বাক্যটিতে না/নি শব্দ নেই এবং এটি ইতিবাচক ভঙ্গি প্রকাশ করছে।

38. অসহায়ের পাশে দাঁড়াও।- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?

ক) যারা অসহায় তাদের পাশে দাঁড়াও
খ) কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও
গ) পাশে দাঁড়াতে হবে যারা কিনা অসহায়
ঘ) অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে
Note :
মূল বাক্যটি অনুজ্ঞাসূচক। যৌগিক করতে হলে দুটি অংশে ভাগ করতে হবে। কিছু লোক আছে অসহায় (১ম অংশ) + তাদের পাশে দাঁড়াও (২য় অংশ) - এটি যৌগিক গঠন।

39. কোন বাক্যশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?

ক) মড়াপোড়া
খ) ঘোড়ার গাড়ি
গ) শবদাহ
ঘ) ঘোটকের গাড়ি
Note :
ঘোটক হলো তৎসম শব্দ এবং গাড়ি হলো দেশি শব্দ। এদের মিশ্রণ গুরুচণ্ডালী দোষ তৈরি করেছে। শুদ্ধ হবে ঘোড়ার গাড়ি।

40. ‘ভাল ফলের চেষ্টা কর।’ এটি কোন ধরনের বাক্য?

ক) ইচ্ছাবোধক
খ) নির্দেশাত্মক
গ) বিস্ময়বোধক
ঘ) অনুজ্ঞাবাচক
Note :
চেষ্টা কর - এটি একটি উপদেশ বা আদেশ তাই এটি অনুজ্ঞাবাচক বাক্য।

41. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?

ক) খণ্ড
খ) যৌগিক
গ) জটিল
ঘ) সরল
Note :
দুটি পূর্ণাঙ্গ বাক্য কিন্তু যোজক দ্বারা সংযুক্ত হয়েছে তাই এটি যৌগিক বাক্য।

42. “হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ”- এটি কোন ধরনের বাক্য?

ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) জটিল বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note :
হয়-নতুবা বিয়োজক অব্যয় দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে যা যৌগিক বাক্যের বৈশিষ্ট্য।

43. বাংলা ভাষায় গুরুচণ্ডালী দোষ মানে হলো-

ক) উপমার ভুল প্রয়োগ
খ) বাগধারার রদবদল
গ) অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ ব্যবহার
ঘ) তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ
Note :
তৎসম বা সংস্কৃত শব্দের সাথে দেশি শব্দের অসঙ্গতিপূর্ণ মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। যেমন মড়াদাহ না বলে মড়াপোড়া বলা উচিত।

44. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ - এ বাক্য কোন ধরনের?

ক) অনুজ্ঞাবাচক
খ) নির্দেশাত্মক
গ) বিস্ময়বোধক
ঘ) প্রশ্নবোধক
Note :
এটি একটি সাধারণ বর্ণনা বা বিবৃতি। ব্যাকরণের পরিভাষায় বিবৃতিমূলক বাক্যকে নির্দেশাত্মক বা বর্ণনামূলক বলা হয়।

45. ‘যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে’-

ক) নির্দেশক বাক্য
খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) জটিল বাক্য
Note :
যতই-ততই সাপেক্ষ যোজক বা শব্দ ব্যবহার করে কার্যকারণ সম্পর্ক স্থাপন করায় এটি জটিল বাক্য।

46. নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।

ক) ইহারা যেরূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে অনুপস্থিত
খ) ইহারা যেরূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরের বাহিরে আছে
গ) ইহাদের মত রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
ঘ) ইহারা যেরূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
Note :
ইহাদের মত রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই বাক্যটি গঠনগতভাবে সরল কারণ এতে একটি মাত্র বিধেয় এবং কোনো সাপেক্ষ যোজক নেই।

47. “সে বলতে চায় তথাপি বলে না”- এটি কোন শ্রেণির বাক্য?

ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) নির্দেশাত্মক বাক্য
Note :
তথাপি একটি যোজক যা দুটি বাক্যকে যুক্ত করে ভাবগত বিরোধ দেখিয়েছে। এটি যৌগিক বাক্যের উদাহরণ।

48. হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়। - এই জটিল বাক্যের সরল রূপ হলো-

ক) নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়
খ) হাসান নিয়মিত পড়াশোনা করে তাই সে পুরস্কার পায়
গ) হাসান নিয়মিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়
ঘ) নিয়মিত পড়াশোনা করে সেজন্য হাসান পুরস্কার পায়
Note :
বাক্যটিকে সরল করতে হলে যোজক বাদ দিতে হবে। নিয়মিত পড়াশোনা করার কারণেই - এই অংশটি কারণ ও ফলাফলকে একীভূত করে সরল বাক্য গঠন করেছে।

49. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হলো-

ক) মাধুর্য
খ) আসত্তি
গ) আকাঙ্ক্ষা
ঘ) যোগ্যতা
Note :
মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে সাজাতে হয় যাতে অর্থ বুঝতে কোনো অসুবিধা না হয়। এই সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসত্তি বলা হয়।

50. “বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র”- এটি কোন ধরনের বাক্য?

ক) সরল
খ) যৌগিক
গ) জটিল
ঘ) বিযুক্ত
Note :
বাক্যটিতে কোনো শর্ত বা সংযোজক অব্যয় নেই। এটি একটি মাত্র ভাব প্রকাশ করছে তাই এটি সরল বাক্য।
You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade