টপিকঃ বাক্য
1. ইচ্ছামূলক বাক্য কোনটি?
2. ‘তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি’। কোন ধরনের বাক্য?
3. ‘ইস! যদি পাখির মতো পাখা পেতাম।’ বাক্যটি-
4. “পুকুরে পদ্মফুল জন্মে” - কোন ধরনের বাক্য?
5. বিবৃতিমূলক বাক্য কোনটি?
6. ‘সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে।‘- কোন ধরনের বাক্য?
7. কোনটি বিস্ময়সূচক বাক্য?
8. ‘সে যে কোথায় তা আমার জানা নাই’ - কোন ধরনের বাক্য?
9. নিচের কোনটি যৌগিক বাক্য?
10. “যেমন কাজ করবে তেমন ফল পাবে।”- বাক্যটির সরল রূপ কোনটি?
11. নির্দেশাত্মক বাক্য কোনটি?
12. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
13. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
14. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।’- বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি?
15. ‘সেখানে কেউ নেই’ - বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
16. ‘এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা’- এখানে ‘এইসব মিলিয়ে’ বর্গ হলো-
17. ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।’ বাক্যটি-
18. ‘ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন’ এটি কোন ধরনের বাক্য?
19. “যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে”- এটি কোন ধরনের বাক্য?
20. মিশ্র বাক্যের অপর নাম কি?
21. “মিথ্যাবাদীকে কেউ ভালবাসে না’ কোন ধরনের বাক্য?
22. সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
23. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য?
24. ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো’- বাক্যটিতে কোন দোষ আছে?
25. কোনটি সরল বাক্য?
26. নিচের কোনটি বিস্ময়সূচক বাক্য?
27. ‘পড়া শেষে খেলতে যাবো’ এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?
28. গুণী লোক বিনয়ী হয়- জটিল বাক্যে রূপান্তর সঠিক কোনটি?
29. “কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।” - বাক্যটি কীরূপ?
30. ‘তপুর বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান’-বাক্যটি কোন ধরনের?
31. “যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন”- কোন ধরনের বাক্য?
32. ‘তুই যেতে পারবি না।’ বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি?
33. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পর বসে-
34. ‘হে সিন্ধু! বন্ধু মোর-মজিনু তব রূপে। এটা কোন ধরনের বাক্য?
35. ‘বসে থাকো’- এটি কোন ধরনের বাক্য?
36. ‘আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব’ বাক্যটি কোন ধরনের বাক্য?
37. কোনটি অস্তিবাচক বাক্য?
38. অসহায়ের পাশে দাঁড়াও।- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
39. কোন বাক্যশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
40. ‘ভাল ফলের চেষ্টা কর।’ এটি কোন ধরনের বাক্য?
41. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?
42. “হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ”- এটি কোন ধরনের বাক্য?
43. বাংলা ভাষায় গুরুচণ্ডালী দোষ মানে হলো-
44. ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ - এ বাক্য কোন ধরনের?
45. ‘যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে’-
46. নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।
47. “সে বলতে চায় তথাপি বলে না”- এটি কোন শ্রেণির বাক্য?
48. হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়। - এই জটিল বাক্যের সরল রূপ হলো-
49. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হলো-
50. “বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র”- এটি কোন ধরনের বাক্য?