অসহায়ের পাশে দাঁড়াও।- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
ক) যারা অসহায় তাদের পাশে দাঁড়াও
খ) কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও
গ) পাশে দাঁড়াতে হবে যারা কিনা অসহায়
ঘ) অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে
বিস্তারিত ব্যাখ্যা:
মূল বাক্যটি অনুজ্ঞাসূচক। যৌগিক করতে হলে দুটি অংশে ভাগ করতে হবে। কিছু লোক আছে অসহায় (১ম অংশ) + তাদের পাশে দাঁড়াও (২য় অংশ) - এটি যৌগিক গঠন।
Related Questions
ক) লেখাপড়া কর তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
খ) লেখাপড়া করে গাড়িঘোড়ায় চড়তে পারবে
গ) লেখাপড়া করে যেই গাড়িঘোড়া চড়ে সেই
ঘ) গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
Note : সরল বাক্যটিকে যৌগিক করতে হলে দুটি স্বাধীন বাক্যে ভাগ করতে হবে এবং যোজক যোগ করতে হবে। লেখাপড়া কর এবং তাহলে গাড়ি চড়তে পারবে - এটি সঠিক যৌগিক রূপ।
ক) নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়
খ) হাসান নিয়মিত পড়াশোনা করে তাই সে পুরস্কার পায়
গ) হাসান নিয়মিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়
ঘ) নিয়মিত পড়াশোনা করে সেজন্য হাসান পুরস্কার পায়
Note : বাক্যটিকে সরল করতে হলে যোজক বাদ দিতে হবে। নিয়মিত পড়াশোনা করার কারণেই - এই অংশটি কারণ ও ফলাফলকে একীভূত করে সরল বাক্য গঠন করেছে।
ক) আমার কথা না শুনলে অনুতাপ করবে
খ) আমার কথা শুনলে অনুতাপ করবে
গ) আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে
ঘ) ভবিষ্যতে আমার কথা না শুনলে অনুতাপ করবে
Note : শর্তবাচক জটিল বাক্যকে সরল করতে হলে অসমাপিকা ক্রিয়া (শুনলে) ব্যবহার করতে হয়। এখানে ক অপশনটি অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ।
ক) যিনি সত্যবাদী হন তাকে সকলে বিশ্বাস করে
খ) যিনি সত্যবাদী তাকে সকলে বিশ্বাস করে
গ) যখন মানুষ সত্যবাদী হয় তখন তাকে সকলে বিশ্বাস করে
ঘ) সত্যবাদীকে সকলে বিশ্বাস করে
Note : যে সত্য কথা বলে এর এককথায় প্রকাশ হলো সত্যবাদী। তাই সরল রূপটি হলো সত্যবাদীকে সকলে বিশ্বাস করে।
ক) কাজ অনুযায়ী ফল পাবে
খ) কাজের উপর ফল নির্ভর করে
গ) যেমন কর্ম তেমন ফল
ঘ) ফলেই কর্মের পরিচয়
Note : যেমন-তেমন যুক্ত জটিল বাক্যকে সরল করতে হলে সাপেক্ষ শব্দ বাদ দিয়ে এক কথায় প্রকাশ করতে হয়। কাজ অনুযায়ী ফল পাবে - এটি সবচেয়ে সঠিক সরল রূপ।
ক) রসে ভরা ছোট চিঠি
খ) যদিও ছোট তবু রসে ভরা
গ) ছোট ও রসে ভরা
ঘ) ছোট হলেও রসে ভরা
Note : যৌগিক বাক্যকে সরল করতে হলে যোজক উঠিয়ে দিয়ে একটি অংশকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়। হলেও ব্যবহার করে তা করা হয়েছে।
জব সলুশন