শূন্যতার ভাবজ্ঞাপক ধ্বন্যাত্মক দ্বিরুক্তি-

ক) ঠা ঠা
খ) খাঁ খাঁ
গ) কাকা
ঘ) শাঁ শাঁ
বিস্তারিত ব্যাখ্যা:
'খাঁ খাঁ' করা দ্বিরুক্তিটি শূন্যতা, নির্জনতা বা রিক্ততা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: মাঠ খাঁ খাঁ করছে।

Related Questions

ক) ধারাবাহিকতা
খ) নির্দিষ্টতা
গ) আধিক্য
ঘ) পৌনঃপনিকতা
Note : 'পাতায় পাতায়' দ্বিরুক্তিটি এখানে ব্যাপ্তি বা ধারাবাহিকতা অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, একটি পাতায় নয়, বরং সমস্ত পাতা জুড়ে শিশির পড়ছে।
ক) দ্বিরুক্ত শব্দ
খ) শব্দ দ্বৈত
গ) পদ দ্বৈত
ঘ) ধ্বন্যাত্মক শব্দ
Note :

- দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
- বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।
- যেমনঃ পথে পথে, কবি কবি, ভালো ভালো, বড় বড় ইত্যাদি 

ক) স্বল্পকাল স্থায়ী
খ) দীর্ঘকাল স্থায়ী
গ) অস্থিরতা
ঘ) পৌনঃপুনিকতা
Note : 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি পৌনঃপুনিকতা বা বারবার সংঘটিত হওয়া অর্থ প্রকাশ করছে। অর্থাৎ, ডাকার কাজটি বারবার করার ফলে হয়রানি এসেছে।
ক) সমার্থক
খ) মিলনার্থক
গ) বিপরীতার্থক
ঘ) ভিন্নার্থক
Note : 'ডাল' এবং 'ভাত' দুটি ভিন্ন অর্থবোধক শব্দ, যা ভিন্ন বস্তু নির্দেশ করে। এই ধরনের শব্দযোগে গঠিত দ্বিরুক্তিকে ভিন্নার্থক দ্বিরুক্তি বলা হয়।
ক) শব্দের দ্বিরুক্তি
খ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
গ) পদের দ্বিরুক্তি
ঘ) ছড়ার শব্দ
Note :

- যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে ধ্বন্যাত্মক অব্যয় বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়।
- যেমন: বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।প্রদত্ত উদাহরণে 'টাপুর টুপুর' ধ্বন্যাত্মক শব্দটি বৃষ্টির ধ্বনির অবস্থাকে প্রকাশ করেছে।

ক) ভালো-ভালো আম
খ) যে-যে যাবে
গ) বাড়ি-বাড়ি যাব
ঘ) লাল-লাল ফুল
Note : বাড়ি' একটি বিশেষ্য পদ এবং 'বাড়ি-বাড়ি' দ্বিরুক্তির মাধ্যমে ধারাবাহিকতা বোঝানো হচ্ছে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন