'ডেকে ডেকে হয়রান হয়েছি'- এখানে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি কোন অর্থে?
ক) স্বল্পকাল স্থায়ী
খ) দীর্ঘকাল স্থায়ী
গ) অস্থিরতা
ঘ) পৌনঃপুনিকতা
বিস্তারিত ব্যাখ্যা:
'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি পৌনঃপুনিকতা বা বারবার সংঘটিত হওয়া অর্থ প্রকাশ করছে। অর্থাৎ, ডাকার কাজটি বারবার করার ফলে হয়রানি এসেছে।
Related Questions
ক) সমার্থক
খ) মিলনার্থক
গ) বিপরীতার্থক
ঘ) ভিন্নার্থক
Note : 'ডাল' এবং 'ভাত' দুটি ভিন্ন অর্থবোধক শব্দ, যা ভিন্ন বস্তু নির্দেশ করে। এই ধরনের শব্দযোগে গঠিত দ্বিরুক্তিকে ভিন্নার্থক দ্বিরুক্তি বলা হয়।
ক) শব্দের দ্বিরুক্তি
খ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
গ) পদের দ্বিরুক্তি
ঘ) ছড়ার শব্দ
Note :
- যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে ধ্বন্যাত্মক অব্যয় বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়।
- যেমন: বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।প্রদত্ত উদাহরণে 'টাপুর টুপুর' ধ্বন্যাত্মক শব্দটি বৃষ্টির ধ্বনির অবস্থাকে প্রকাশ করেছে।
ক) ভালো-ভালো আম
খ) যে-যে যাবে
গ) বাড়ি-বাড়ি যাব
ঘ) লাল-লাল ফুল
Note : বাড়ি' একটি বিশেষ্য পদ এবং 'বাড়ি-বাড়ি' দ্বিরুক্তির মাধ্যমে ধারাবাহিকতা বোঝানো হচ্ছে।
ক) শব্দ দ্বিরুক্তি
খ) অনুকার দ্বিরুক্তি
গ) পদাত্মক দ্বিরুক্তি
ঘ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
Note : 'ঘচাঘচ' একটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি, যা দ্রুত ও সশব্দে কোনো কিছু কাটার অনুকরণে তৈরি হয়েছে।
ক) দ্বিরুক্ত শব্দ
খ) সমার্থক শব্দ
গ) যুগ্মশব্দ
ঘ) শব্দদ্বিত্ব
Note : একই শব্দ অবিকৃতভাবে দুবার উচ্চারিত হয়ে যখন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে দ্বিরুক্ত শব্দ বলা হয়। 'জ্বর জ্বর' এই ধরনের দ্বিরুক্তির একটি উদাহরণ।
ক) যথাদ্বিরুক্তি
খ) অনুচর-দ্বিরুক্তি
গ) সমার্থক দ্বিরুক্তি
ঘ) বিপরীতার্থক দ্বিরুক্তি
Note : 'বই-টই'-এর মতো দ্বিরুক্তিকে অনুচর বা সহচর দ্বিরুক্তি বলা হয়। এখানে মূল শব্দ 'বই'-এর সঙ্গে অর্থহীন বা সামান্য অর্থবোধক 'টই' শব্দটি যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করেছে।
জব সলুশন