'চিনির বলদ' বাগধারাটির সঠিক অর্থ কি?

ক) নিষ্ফল পরিশ্রম
খ) সস্তা দাম
গ) পোড়ানো
ঘ) কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি
বিস্তারিত ব্যাখ্যা:
চিনির বলদ পিঠে চিনি বহন করে কিন্তু তার স্বাদ পায় না; শুধু ভারই বয়। তাই যে পরিশ্রম করে কিন্তু ফল ভোগ করতে পারে না তার কাজকে 'নিষ্ফল পরিশ্রম' বলা হয়।

Related Questions

ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
Note : আকাশে চাঁদ ও তারাদের মেলার মতো প্রিয় বা সুন্দর মানুষদের একত্র হওয়াকে 'প্রিয়জন সমাগম' বা আনন্দের প্রাচুর্য অর্থে চাঁদের হাট বলা হয়।
ক) পরিশ্রম কাতর
খ) পরিশ্রমী
গ) অকেজো লোক
ঘ) নিতান্ত অলস
Note : চিনির পুতুল যেমন একটু আঘাতেই ভেঙে যায় বা গলে যায়; তেমনি যে অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ে তাকে 'পরিশ্রম কাতর' বলা হয়।
ক) বিস্মিত হওয়া
খ) মন্দভাগ্য
গ) ফাঁকি দেওয়া
ঘ) সাহস
Note : অবাক হলে মানুষের চোখ বড় হয়ে কপালের দিকে উঠে যায়; তাই 'বিস্মিত হওয়া' বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
ক) চক্ষুদান করা
খ) সচেতন করা
গ) চুরি করা
ঘ) এর কোনোটিই নয়
Note : চক্ষুদান মানে চোখ দান করা নয়; বাগধারায় এর অর্থ হলো কারো চোখের সামনে থেকে কিছু সরিয়ে নেওয়া বা সোজা কথায় 'চুরি করা'।
ক) চোখের বালি
খ) চোখের প্রধান অংশ
গ) অত্যন্ত প্রিয়
ঘ) চক্ষুশূল
Note : চোখের মণি ছাড়া যেমন দেখা যায় না বা যা খুব মূল্যবান; তেমনি অত্যন্ত আদরের বা 'অত্যন্ত প্রিয়' ব্যক্তিকে চোখের মণি বলা হয়।
ক) অত্যন্ত গোপনে
খ) প্রচ্ছন্ন বিপদ
গ) চুরির অভ্যাস
ঘ) সাবধানী
Note : বালির নিচে চোরা গর্ত থাকলে তা দেখা যায় না কিন্তু পা দিলেই বিপদ; তাই বাইরে থেকে বোঝা যায় না এমন 'প্রচ্ছন্ন বিপদ'কে চোরা বালি বলা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন