'চোখের মণি' বাগধারাটির অর্থ -

ক) চোখের বালি
খ) চোখের প্রধান অংশ
গ) অত্যন্ত প্রিয়
ঘ) চক্ষুশূল
বিস্তারিত ব্যাখ্যা:
চোখের মণি ছাড়া যেমন দেখা যায় না বা যা খুব মূল্যবান; তেমনি অত্যন্ত আদরের বা 'অত্যন্ত প্রিয়' ব্যক্তিকে চোখের মণি বলা হয়।

Related Questions

ক) অত্যন্ত গোপনে
খ) প্রচ্ছন্ন বিপদ
গ) চুরির অভ্যাস
ঘ) সাবধানী
Note : বালির নিচে চোরা গর্ত থাকলে তা দেখা যায় না কিন্তু পা দিলেই বিপদ; তাই বাইরে থেকে বোঝা যায় না এমন 'প্রচ্ছন্ন বিপদ'কে চোরা বালি বলা হয়।
ক) প্রিয় বস্তু
খ) বিরক্তিকর বস্তু
গ) আকর্ষণ
ঘ) চোখের রোগ
Note : চোখে বালি পড়লে যেমন সব সময় খচখচ করে বা বিরক্তি লাগে; তেমনি যে ব্যক্তিকে সহ্য করা যায় না বা 'বিরক্তিকর বস্তু' তাকে চোখের বালি বলা হয়।
ক) অকর্মণ্য লোক
খ) দৃঢ় লোক
গ) বোকা লোক
ঘ) কাজের লোক
Note : ঘোড়া কামড় দিলে সহজে ছাড়ে না; তেমনি যার জেদ বা কামড় শক্ত তাকে 'দৃঢ় লোক' বা ঘোড়ার কামড় বলা হয় (কচ্ছপের কামড়ের মতো)। *নোট: এটি দৃঢ়তা বা নাছোড়বান্দা ভাব বোঝায়।*
ক) মধ্যবিত্তকে অতিক্রম করে কাজ করা
খ) ঘোড়াবাহিত সংক্রামক ব্যাধি
গ) সাধ্যের অতীত সাধ
ঘ) নাছোড়বান্দা
Note : ঘোড়া পোষা অত্যন্ত ব্যয়বহুল; তাই যার সামর্থ্য নেই কিন্তু শখ আছে এমন অবস্থাকে 'সাধ্যের অতীত সাধ' বা ঘোড়ারোগ বলা হয়।
ক) অত্যন্ত অলস
খ) সর্বনাশ করা
গ) গুজব
ঘ) রাখাল
Note : কারো ভিটেমাটিতে ঘুঘু চড়ানো মানে তার ঘরবাড়ি ধ্বংস করে জনমানবহীন করে দেওয়া; অর্থাৎ চরম 'সর্বনাশ করা'।
ক) সহজলভ্য
খ) গভীর মন্মতবোধ
গ) সুযোগ থেকেও কষ্ট
ঘ) সহজে ছেড়ে দেয়া
Note : নিজের ঘর বা আশ্রয় থাকা সত্ত্বেও যে বৃষ্টিতে ভেজে বা কষ্ট পায়; অর্থাৎ 'সুযোগ থেকেও কষ্ট' পায় এমন পরিস্থিতিকে এটি বোঝায়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন