'গুড়ে বালি' কথাটির অর্থ কি?
ক) বাতাসে বালি
খ) আশায় নৈরাশ্য
গ) ভালোতে খারাপ
ঘ) গোবরে পদ্মফুল
বিস্তারিত ব্যাখ্যা:
গুড় বা মিষ্টি খাবারে বালি পড়লে তা যেমন খাওয়ার অযোগ্য হয়ে যায়; তেমনি কোনো আশা বা পরিকল্পনায় বাধা পড়লে তাকে 'আশায় নৈরাশ্য' বা গুড়ে বালি বলা হয়।
Related Questions
ক) তুচ্ছ পদার্থ
খ) আলসেমি
গ) অন্ধ অনুকরণ
ঘ) তুমুল কাণ্ড
Note : গদাই লস্কর নামে এক অলস ব্যক্তির ধীর গতির হাঁটা থেকে এই বাগধারার উৎপত্তি; যার অর্থ অতি ধীর গতি বা 'আলসেমি'।
ক) গালিগালাজ করা
খ) প্রলাপ বকা
গ) একস্বরে গান
ঘ) প্রশংসা করা
Note : খেউড় হলো এক ধরনের আদিরসাত্মক বা অশ্লীল গান; সাধারণ অর্থে অশ্লীল ভাষায় 'গালিগালাজ করা'কে খেউড় গাওয়া বলা হয়।
ক) খয়ের খাঁ
খ) খোদার খাসি
গ) যক্ষের ধন
ঘ) বসন্তের কোকিল
Note : 'খোদার খাসি' বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার কোনো ভাবনা-চিন্তা নেই বা যে নিজের মতো ঘুরে বেড়ায়; অনেকটা বলি দেওয়ার জন্য ছেড়ে দেওয়া খাসির মতো 'ভাবনা চিন্তাহীন'।
ক) দিনমজুর
খ) গণমান্য ব্যক্তি
গ) দীনমজুর
ঘ) তোষামোদকারী
Note : নবাবদের পানের সাথে খয়ের জোগান দেওয়া বা তাদের হ্যাঁ-তে হ্যাঁ মিলানো কর্মচারীদের স্বভাব থেকে 'তোষামোদকারী' বা চাটুকার অর্থে খয়ের খাঁ ব্যবহৃত হয়।
ক) ভীষণ ব্যাপার
খ) ভীষণ গণ্ডগোল
গ) সামান্য ঝড়
ঘ) কোলাহল
Note : প্রলয় মানে মহাধ্বংস; আর খণ্ড প্রলয় মানে ছোট আকারের ধ্বংস বা 'ভীষণ গণ্ডগোল' (ঝগড়া-ঝাটি)।
ক) ব্যতিক্রমী কাজ
খ) অসম্ভব কাজের উদ্যোগ
গ) দুঃসাহসিক অভিযান
ঘ) দেবতাদের মতো কাজ করা
Note : কাঠের খড়ম পায়ে দিয়ে নদী পার হওয়া অসম্ভব; তাই অবাস্তব বা 'অসম্ভব কাজের উদ্যোগ' নেওয়াকে এই বাগধারা দিয়ে বোঝানো হয়।
জব সলুশন