'খয়ের খাঁ' বাগধারা অর্থ কী?
ক) দিনমজুর
খ) গণমান্য ব্যক্তি
গ) দীনমজুর
ঘ) তোষামোদকারী
বিস্তারিত ব্যাখ্যা:
নবাবদের পানের সাথে খয়ের জোগান দেওয়া বা তাদের হ্যাঁ-তে হ্যাঁ মিলানো কর্মচারীদের স্বভাব থেকে 'তোষামোদকারী' বা চাটুকার অর্থে খয়ের খাঁ ব্যবহৃত হয়।
Related Questions
ক) ভীষণ ব্যাপার
খ) ভীষণ গণ্ডগোল
গ) সামান্য ঝড়
ঘ) কোলাহল
Note : প্রলয় মানে মহাধ্বংস; আর খণ্ড প্রলয় মানে ছোট আকারের ধ্বংস বা 'ভীষণ গণ্ডগোল' (ঝগড়া-ঝাটি)।
ক) ব্যতিক্রমী কাজ
খ) অসম্ভব কাজের উদ্যোগ
গ) দুঃসাহসিক অভিযান
ঘ) দেবতাদের মতো কাজ করা
Note : কাঠের খড়ম পায়ে দিয়ে নদী পার হওয়া অসম্ভব; তাই অবাস্তব বা 'অসম্ভব কাজের উদ্যোগ' নেওয়াকে এই বাগধারা দিয়ে বোঝানো হয়।
ক) অকাট্য যুক্তি
খ) মিথ্যা কথা
গ) অনর্গল কথা
ঘ) অন্তরে জটিলতা
Note : তুবড়ি বাজি থেকে যেমন অনবরত স্ফুলিঙ্গ বের হয়; তেমনি যার মুখ থেকে অনবরত কথা বের হতে থাকে তাকে 'অনর্গল কথা' বা কথার তুবড়ি বলা হয়।
ক) অপ্রিয় ব্যক্তি
খ) নির্মম আত্মীয়
গ) অমিতব্যয়ী
ঘ) অকালপক্ক
Note : শ্রীকৃষ্ণের মামা কংস তাকে হত্যা করতে চেয়েছিলেন; তাই যে আত্মীয় নিষ্ঠুর বা ক্ষতিকারক তাকে 'নির্মম আত্মীয়' বা কংস মামা বলা হয়।
ক) অলস
খ) পরিশ্রমী
গ) পরিপাটি
ঘ) দীর্ঘজীবী
Note : কেতা মানে কায়দা বা ফ্যাশন; যে কায়দাকানুন মেনে চলে বা পোশাক-আশাকে ফিটফাট থাকে তাকে 'পরিপাটি' বা কেতাদুরস্ত বলা হয়।
ক) কালে ভদ্রে
খ) কুপোকাত
গ) কলকাঠি নাড়া
ঘ) কথায় চিড়ে ভেজা
Note : 'কথায় চিড়ে ভেজা' মানে শুধু মিষ্টি কথায় কাজ উদ্ধার করা বা ফাঁকা বুলি দিয়ে কাজ হাসিল করা; যা 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'-এর সমার্থক।
জব সলুশন