'উনপঞ্চাশ বায়ু' বাগধারাটির অর্থ কি?

ক) ঘৃণা
খ) বিরক্তি
গ) বদমেজাজ
ঘ) পাগলামি
বিস্তারিত ব্যাখ্যা:
প্রাচীন বিশ্বাস মতে শরীরে ৪৯ ধরনের বায়ু আছে; এর ভারসাম্য নষ্ট হলে মানুষ পাগল হয়। তাই এর অর্থ 'পাগলামি'।

Related Questions

ক) অপদার্থ
খ) পাগলামি
গ) অপব্যয়ী
ঘ) প্রায় সম্পূর্ণ
Note : উনকোটি মানে এক কোটি কম এক; যা চৌষট্টি কলার প্রায় পূর্ণ রূপ। তাই এর অর্থ 'প্রায় সম্পূর্ণ' বা কাছাকাছি।
ক) বিরাট আয়োজন
খ) সহজলভ্য
গ) অপদার্থ
ঘ) সামান্য পার্থক্য
Note : উজানে বা স্রোতের বিপরীতে কৈ মাছ দল বেঁধে চলে এবং সহজে ধরা যায়; তাই যা সহজেই পাওয়া যায় তাকে 'সহজলভ্য' বা উজানের কৈ বলা হয়।
ক) গুরুত্বহীন লোক
খ) অভাবগ্রস্ত লোক
গ) অপব্যয়ী
ঘ) অপদার্থ
Note : উলুবনে খাগড়া যেমন নগণ্য বা তুচ্ছ; তেমনি সমাজের বা দলের মধ্যে যার কোনো প্রভাব নেই তাকে 'গুরুত্বহীন লোক' বা উলুখাগড়া বলা হয়।
ক) অমিতব্যয়ী
খ) উশৃঙ্খল
গ) অবাধ্য
ঘ) কোনোটিই নয়
Note : যে ব্যক্তি হিসাব ছাড়া টাকা খরচ করে তাকে 'অমিতব্যয়ী' বা উড়নচণ্ডী বলা হয়।
ক) অহিনকুল-দা-কুমড়া
খ) আকাশ কুসুম-আকাশ পাতাল
গ) অগ্নিপরীক্ষা-চোখের বালি
ঘ) অদৃষ্টের পরিহাস-তাসের ঘর
Note : 'অহিনকুল' এবং 'দা-কুমড়া' দুটির অর্থই শত্রুভাবাপন্ন সম্পর্ক; তাই এই জোড়াটি সমার্থক।
ক) অমাবস্যার চাঁদ-আকাশ কুসুম
খ) আকাশে তোলা-আষাঢ়ে গল্প
গ) অহিনকুল সম্বন্ধ-আদায় কাঁচকলায়
ঘ) অগ্নিপরীক্ষা-অদৃষ্টের পরিহাস
Note : 'অহিনকুল সম্বন্ধ' এবং 'আদায় কাঁচকলায়' দুটির অর্থই ভীষণ শত্রুতা বা বিরোধ। তাই এই জোড়াটি সর্বাধিক সমার্থক।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন