কোন জোড়াটি সমার্থক?

ক) অহিনকুল-দা-কুমড়া
খ) আকাশ কুসুম-আকাশ পাতাল
গ) অগ্নিপরীক্ষা-চোখের বালি
ঘ) অদৃষ্টের পরিহাস-তাসের ঘর
বিস্তারিত ব্যাখ্যা:
'অহিনকুল' এবং 'দা-কুমড়া' দুটির অর্থই শত্রুভাবাপন্ন সম্পর্ক; তাই এই জোড়াটি সমার্থক।

Related Questions

ক) অমাবস্যার চাঁদ-আকাশ কুসুম
খ) আকাশে তোলা-আষাঢ়ে গল্প
গ) অহিনকুল সম্বন্ধ-আদায় কাঁচকলায়
ঘ) অগ্নিপরীক্ষা-অদৃষ্টের পরিহাস
Note : 'অহিনকুল সম্বন্ধ' এবং 'আদায় কাঁচকলায়' দুটির অর্থই ভীষণ শত্রুতা বা বিরোধ। তাই এই জোড়াটি সর্বাধিক সমার্থক।
ক) অহিনকুল
খ) উত্তম মধ্যম
গ) সাপে নেউলে
ঘ) আদায় কাঁচকলায়
Note : অহিনকুল; সাপে নেউলে এবং আদায় কাঁচকলায় - এই তিনটি বাগধারার অর্থই শত্রুতা। কিন্তু 'উত্তম মধ্যম' অর্থ প্রহার। তাই এটি ভিন্নার্থক।
ক) সম্মান
খ) মাথাব্যথা
গ) প্রহার
ঘ) উপর-নিচে
Note : কাউকে শাস্তি হিসেবে মারধর করাকে ভদ্র ভাষায় বা কৌতুক করে 'উত্তম মধ্যম' দেওয়া বলা হয়; যার অর্থ 'প্রহার'।
ক) হঠাৎ আবির্ভাব
খ) দূর থেকে আসা
গ) অনধিকার চর্চা
ঘ) অধিকার প্রতিষ্ঠা করা
Note : যার কোনো অধিকার বা সম্পর্ক নেই সে হঠাৎ এসে ক্ষমতার অপব্যবহার করলে বা মাতব্বরি করলে তাকে 'অনধিকার চর্চা' বা উড়ে এসে জুড়ে বসা বলে।
ক) অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
গ) চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ) অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
Note : অন্যের অনুরোধ রক্ষা করতে গিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে কঠিন দায়িত্ব নেওয়াকে 'উপরোধে ঢেঁকি গেলা' বলা হয়; অর্থাৎ 'অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা'।
ক) বাবা-মা
খ) ভাই-বোন
গ) প্রিয় বন্ধু
ঘ) প্রতিবেশী
Note : 'ইয়ার' মানে বন্ধু; ইয়ার বকশি বলতে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের বোঝায়। তাই এখানে সঠিক অর্থ 'প্রিয় বন্ধু'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন