‘ছোট কিন্তু রসে ভরা’- বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে-

ক) রসে ভরা ছোট চিঠি
খ) যদিও ছোট তবু রসে ভরা
গ) ছোট ও রসে ভরা
ঘ) ছোট হলেও রসে ভরা
বিস্তারিত ব্যাখ্যা:
যৌগিক বাক্যকে সরল করতে হলে যোজক উঠিয়ে দিয়ে একটি অংশকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়। হলেও ব্যবহার করে তা করা হয়েছে।

Related Questions

ক) যৌগিক বাক্য
খ) জটিল বাক্য
গ) সরল বাক্য
ঘ) অশুদ্ধ বাক্য
Note : বাক্যটিতে কিন্তু যোজক প্রধান। যদিও প্রথমাংশে জটিল গঠন আছে (যাকে-সে) কিন্তু চূড়ান্তভাবে এটি যৌগিক বাক্যের কাঠামো অনুসরণ করছে।
ক) সরল
খ) মিশ্র
গ) জটিল
ঘ) যৌগিক
Note : এবং যোজক দ্বারা দুটি পূর্ণ বাক্য যুক্ত হয়েছে তাই এটি যৌগিক বাক্য।
ক) দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না
খ) তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন
গ) মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন
ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী
Note : ছেলেটি চঞ্চল কিন্তু (তবে) মেধাবী - এখানে দুটি বৈশিষ্ট্যকে যোজক দ্বারা যুক্ত করা হয়েছে। অন্যগুলো সরল বাক্য।
ক) তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব
খ) তুমি আমার বাড়িতে আসলে খুশি হব
গ) তুমি আমার বাড়িতে এসো আমি খুশি হব
ঘ) তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
Note : এখানে দুটি বাক্য (এসো এবং আমি খুশি হব) কমা দ্বারা পৃথক হলেও ভাবগতভাবে সংযোজিত। অন্য অপশনগুলোতে শর্ত বা অসমাপিকা ক্রিয়া আছে।
ক) সরল
খ) জটিল
গ) মিশ্র
ঘ) যৌগিক
Note : তাই যোজকটি কার্যকারণ সম্পর্ক স্থাপন করে দুটি বাক্যকে যুক্ত করেছে যা যৌগিক বাক্যের লক্ষণ।
ক) জটিল
খ) যৌগিক
গ) সরল
ঘ) মিশ্র
Note : বিপরীতার্থক দুটি গুণকে কিন্তু দ্বারা যুক্ত করা হয়েছে তাই এটি যৌগিক বাক্য।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন