একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য ৩০% ও প্রস্থ ৫০% বাড়ানো হলো এবং উচ্চতা ২০% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরোনো হিমাগারের আয়তন থেকে শতকরা কত অংশ বেশি?

ক) 56%
খ) 45%
গ) 50%
ঘ) 65%

Related Questions

ক) হামিদুর রহমান
খ) মৃণাল হক
গ) শামিম শিকদার
ঘ) নভেরা আহমেদ
Note : রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'দুর্জয়'-এর স্থপতি হলেন মৃণাল হক। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পুলিশ বাহিনীর প্রথম সশস্ত্র প্রতিরোধের প্রতীক হিসেবে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
ক) নাটোর
খ) চাঁপাইনবাবগঞ্জ
গ) জয়পুরহাট
ঘ) নওগাঁ
Note : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নং সেক্টরে যুদ্ধ করেন এবং চাঁপাইনবাবগঞ্জ মুক্ত করার চুড়ান্ত লড়াইয়ে ১৪ ডিসেম্বর শহীদ হন। ঐতিহাসিক ছোট সোনা মসজিদের প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয় যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।
ক) ইরাক
খ) মিশর
গ) কুয়েত
ঘ) জর্ডান
Note : আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। ইরাক এই স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৮ জুলাই।
ক) জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
খ) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
গ) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ঘ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
Note : ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে যৌথবাহিনীর নিকট পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন (পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল) এ কে খন্দকার। প্রধান সেনাপতি এম এ জি ওসমানী সেসময় যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে থাকায় উপস্থিত থাকতে পারেননি।
ক) ৪১ জন
খ) ৫৮ জন
গ) ৬৮ জন
ঘ) ৬২ জন
Note : মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা প্রদর্শনের জন্য ৬৮ জনকে 'বীর উত্তম' খেতাবে ভূষিত করা হয়। এটি স্বাধীনতার পর দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব।
ক) জ্যা পল সাত্রে
খ) ক্লডে সিমোন
গ) ডব্লিউ এ এস ওডারল্যান্ড
ঘ) কেউ নয়
Note : ডব্লিউ এ এস ওডারল্যান্ড একমাত্র বিদেশি নাগরিক যিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 'বীর প্রতীক' খেতাব লাভ করেন। প্রশ্নে 'সাহিত্যিক' উল্লেখ থাকলেও ওডারল্যান্ড মূলত বাটা সু কোম্পানির এমডি ছিলেন এবং একজন সাবেক সৈনিক হিসেবে প্রত্যক্ষ যুদ্ধে সহায়তা করেছিলেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন