ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়?

ক) লর্ড ওয়েলেসলি
খ) লর্ড বেন্টিঙ্ক
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড ডালহৌসি
বিস্তারিত ব্যাখ্যা:
লর্ড ডালহৌসির শাসনকালে (১৮৪৮-১৮৫৬) ভারতে যুগান্তকারী পরিবর্তন আসে। ১৮৫৩ সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ এবং ১৮৫০-এর দশকে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়।

Related Questions

ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড ক্লাইভ
Note : লর্ড ডালহৌসি (১৮৪৮-১৮৫৬) 'স্বত্ববিলোপ নীতি' (Doctrine of Lapse) প্রবর্তন করেন। এই নীতি অনুসারে, কোনো ব্রিটিশ আশ্রিত রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত।
ক) রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) হান্টার
ঘ) লর্ড বেন্টিঙ্ক
Note : রাজা রামমোহন রায় ছিলেন এই কুপ্রথার বিরুদ্ধে প্রধানতম সোচ্চার ব্যক্তিত্ব। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সামাজিক আন্দোলনের ফলেই লর্ড বেন্টিঙ্ক এই আইন প্রণয়নে উৎসাহিত হন।
ক) 1819
খ) 1829
গ) 1839
ঘ) 1849
Note : গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় ১৮২৯ সালের ৪ ডিসেম্বর 'বেঙ্গল সতী রেগুলেশন' আইন পাস করে সতীদাহ প্রথাকে আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেন।
ক) Warren Hastings
খ) William Bentick
গ) Load Delhousie
ঘ) Load Canning
Note : ১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট অনুসারে, বাংলার গভর্নর জেনারেল পদটিকে 'ভারতের গভর্নর জেনারেল' পদে উন্নীত করা হয়। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন এই পদে অধিষ্ঠিত প্রথম ব্যক্তি। ওয়ারেন হেস্টিংস ছিলেন 'বাংলার' প্রথম গভর্নর জেনারেল।
ক) ওয়েলেসলি
খ) ওয়ারেন হেস্টিংস
গ) কর্নওয়ালিস
ঘ) ডালহৌসি
Note : ১৭৯৯ সালে সংঘটিত এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন। এই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। তার ভাই আর্থার ওয়েলেসলিও এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ক) Kerala
খ) Maharashtra
গ) Karnataka
ঘ) Modhya Pradesh
Note : মহীশূর ছিল একটি ঐতিহাসিক রাজ্য, যা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের জন্য বিখ্যাত। স্বাধীনতার পর, ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে মহীশূর রাজ্য গঠিত হয় এবং ১৯৭৩ সালে এর নামকরণ করা হয় কর্ণাটক।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন