মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন?

ক) ওয়েলেসলি
খ) ওয়ারেন হেস্টিংস
গ) কর্নওয়ালিস
ঘ) ডালহৌসি
বিস্তারিত ব্যাখ্যা:
১৭৯৯ সালে সংঘটিত এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন। এই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। তার ভাই আর্থার ওয়েলেসলিও এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Related Questions

ক) Kerala
খ) Maharashtra
গ) Karnataka
ঘ) Modhya Pradesh
Note : মহীশূর ছিল একটি ঐতিহাসিক রাজ্য, যা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের জন্য বিখ্যাত। স্বাধীনতার পর, ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে মহীশূর রাজ্য গঠিত হয় এবং ১৯৭৩ সালে এর নামকরণ করা হয় কর্ণাটক।
ক) অযোধ্যা
খ) মাদ্রাজ
গ) হায়দ্রাবাদ
ঘ) মহীশূর
Note : টিপু সুলতান এবং তার পিতা হায়দার আলী মহীশূর রাজ্যের শাসক ছিলেন। মহীশূর বর্তমানে ভারতের কর্ণাটক রাজ্যের একটি অংশ।
ক) লর্ড ক্লাইভ
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড বেন্টিঙ্ক
Note : লর্ড ওয়েলেসলি (১৭৯৮-১৮০৫) ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য 'অধীনতামূলক মিত্রতা নীতি' (Subsidiary Alliance) চালু করেন। এই নীতি অনুসারে, কোনো দেশীয় রাজ্য কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলে সেই রাজ্যের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির নিয়ন্ত্রণ কোম্পানির হাতে চলে যেত।
ক) Lord Cornwallis
খ) Lord Curzon
গ) Lord Dalhousie
ঘ) Lord Wellesley
Note : লর্ড কর্নওয়ালিসকে 'ভারতীয় সিভিল সার্ভিসের জনক' বলা হয়। তিনি ভারতে কোম্পানির কর্মচারীদের জন্য একটি সুসংগঠিত, নিয়মতান্ত্রিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'সিভিল সার্ভিস' প্রবর্তন করেন, যা 'Covenanted Civil Service' নামে পরিচিত ছিল।
ক) 1784
খ) 1786
গ) 1790
ঘ) 1773
Note : সঠিক উত্তরটি হলো ১৭৮৪ সাল। এই সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে 'পিটস ইন্ডিয়া অ্যাক্ট' বা 'ভারত শাসন আইন' পাস হয়। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।
ক) ৫ ডিসেম্বর, ১৯১১
খ) ১২ ডিসেম্বর, ১৯১১
গ) ১৬ ডিসেম্বর, ১৯১১
ঘ) ২০ ডিসেম্বর, ১৯১১
Note : তীব্র আন্দোলন এবং রাজনৈতিক চাপের মুখে, ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লির রাজকীয় দরবারে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এই ঘোষণা কার্যকর হয় ১৯১২ সাল থেকে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন