দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?
রাজিয়া ছিলেন দিল্লির মামলুক সুলতানিতের প্রথম এবং একমাত্র নারী শাসক।
- আরবিতে তাকে ডাকা হত রাদিয়া নামে।
- তিনি ১২৩৬ থেকে ১২৪০ সাল পর্যন্ত প্রায় চার বছর রাজত্ব করেছিলেন।
- সে সময় মুসলিম বিশ্ব এবং খ্রিস্টান ইউরোপ উভয় ক্ষেত্রেই খুব কম রাজ্যেই নারী শাসক ছিল।
সুলতান রাজিয়া ছিলেন শামসুদ্দিন ইলতুতমিশের কন্যা। তিনি দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান। তার বাবা দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা।
Related Questions
বুলবুল - ই - হিন্দ বলা হয় তানসেনকে।
তানসেনের একটি উপাধি বুলবুল - ই - হিন্দ।
সম্রাট আকবরের নবরত্ন সভার একজন তানসেন।
তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন বলে তাকে এ উপাধি দেয়া হয়।
জব সলুশন