দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে?

ক) সম্রাজ্ঞী নূরজাহান
খ) সুলতানা রাজিয়া
গ) মমতাজ
ঘ) যোধা বাঈ
বিস্তারিত ব্যাখ্যা:
সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানা (শাসনকাল: ১২৩৬-১২৪০) ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম এবং একমাত্র মুসলিম নারী শাসক। তিনি তার ভাইদের চেয়ে বেশি যোগ্য হওয়ায় ইলতুৎমিশ তাকে মনোনীত করেছিলেন।

Related Questions

ক) লর্ড কর্নওয়ালিস
খ) শেরশাহ
গ) মুহম্মদ বিন তুগলক
ঘ) ইলতুৎমিশ
Note : তিনিই প্রথম দিল্লি সালতানাতে আরবি মুদ্রার অনুকরণে নির্দিষ্ট মানের রূপার মুদ্রা 'টঙা' এবং তামার মুদ্রা 'জিতল' প্রবর্তন করেন। এটি সালতানাতের অর্থনীতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়। শেরশাহ পরবর্তীতে মুদ্রা ব্যবস্থার ব্যাপক সংস্কার করেন, কিন্তু প্রথম প্রবর্তক ইলতুৎমিশ।
ক) উলুঘ খাঁ
খ) মালিক কাফুর
গ) নসরত খান
ঘ) জাফর খান
Note : যদিও উলুঘ খান, নসরত খান ও জাফর খান সকলেই আলাউদ্দিন খলজির গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন, কিন্তু মালিক কাফুর ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রধান সেনাপতি। বিশেষ করে দাক্ষিণাত্য অভিযানে তার ভূমিকা ছিল কিংবদন্তিতুল্য। তাই তাকেই প্রধান সেনাপতি হিসেবে গণ্য করা হয়।
ক) মুহম্মদ বিন তুগলক
খ) আলাউদ্দিন হুসেন শাহ
গ) শামসুদ্দীন ফিরোজ শাহ
ঘ) ইলিয়াস শাহ
Note : মুহম্মদ বিন তুগলক তার বিভিন্ন পরিকল্পনার মধ্যে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে কৃষির উন্নতির জন্য 'দিওয়ান-ই-আমির-কোহী' নামে একটি পৃথক কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল পতিত জমিকে চাষের আওতায় আনা এবং কৃষকদের ঋণ (তাকাভি) দিয়ে সাহায্য করা।
ক) খ্রি. একাদশ শতকে
খ) খ্রি. নবম শতকে
গ) খ্রি. ত্রয়োদশ শতকে
ঘ) খ্রি. ষোড়শ শতকে
Note : স্থায়ী মুসলিম শাসন বলতে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা বোঝানো হয়। কুতুবউদ্দিন আইবেক ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। ১২০৬ খ্রিস্টাব্দ হলো ত্রয়োদশ শতকের (১ ২০১-১৩০০) সূচনা। তাই সঠিক উত্তর খ্রি. ত্রয়োদশ শতক।
ক) চীন
খ) ভারত
গ) বাংলাদেশ
ঘ) বার্মা
Note : 'কুতুব মিনার' ভারতের দিল্লিতে অবস্থিত একটি বিখ্যাত মিনার ও ঐতিহাসিক স্থাপত্য। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত।
ক) 1498
খ) 1534
গ) 1757
ঘ) None of these
Note : ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে ভারতে আসেন, কিন্তু চট্টগ্রামে নয়। পর্তুগিজরা ১৫১৭-১৮ সালের দিকে প্রথম চট্টগ্রামে আসে এবং বাংলার সুলতানের কাছ থেকে ১৫৩৭-৩৮ সাল নাগাদ বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। তাই সঠিক উত্তরটি বিকল্পগুলির মধ্যে নেই।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন