ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে -

ক) খ্রি. একাদশ শতকে
খ) খ্রি. নবম শতকে
গ) খ্রি. ত্রয়োদশ শতকে
ঘ) খ্রি. ষোড়শ শতকে
বিস্তারিত ব্যাখ্যা:
স্থায়ী মুসলিম শাসন বলতে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা বোঝানো হয়। কুতুবউদ্দিন আইবেক ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। ১২০৬ খ্রিস্টাব্দ হলো ত্রয়োদশ শতকের (১ ২০১-১৩০০) সূচনা। তাই সঠিক উত্তর খ্রি. ত্রয়োদশ শতক।

Related Questions

ক) চীন
খ) ভারত
গ) বাংলাদেশ
ঘ) বার্মা
Note : 'কুতুব মিনার' ভারতের দিল্লিতে অবস্থিত একটি বিখ্যাত মিনার ও ঐতিহাসিক স্থাপত্য। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত।
ক) 1498
খ) 1534
গ) 1757
ঘ) None of these
Note : ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে ভারতে আসেন, কিন্তু চট্টগ্রামে নয়। পর্তুগিজরা ১৫১৭-১৮ সালের দিকে প্রথম চট্টগ্রামে আসে এবং বাংলার সুলতানের কাছ থেকে ১৫৩৭-৩৮ সাল নাগাদ বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। তাই সঠিক উত্তরটি বিকল্পগুলির মধ্যে নেই।
ক) ইংল্যান্ড
খ) ফ্রান্স
গ) হল্যান্ড
ঘ) ডেনমার্ক
Note : ফোর্ট উইলিয়াম দুর্গটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণ করেছিল। এটি ছিল ইংল্যান্ডের বাণিজ্যিক ও সামরিক শক্তির প্রতীক। দুর্গটি কলকাতায় অবস্থিত।
ক) ফরাসিরা
খ) ইংরেজরা
গ) ডেনিসরা
ঘ) ডাচরা
Note : অন্যান্য প্রধান ইউরোপীয় শক্তিগুলোর (পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ) পরে ফরাসিরা বাংলায় তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা চন্দননগরকে তাদের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল।
ক) ঢাকা
খ) মুর্শিদাবাদ
গ) কলকাতা
ঘ) আগ্রা
Note : ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার কেন্দ্র এবং বাংলায় তাদের প্রধান সামরিক ঘাঁটি ছিল। দুর্গটি ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়।
ক) গঙ্গা
খ) যমুনা
গ) হুগলি
ঘ) মহানদী
Note : কলকাতা শহরটি হুগলি নদীর (গঙ্গার একটি শাখা) পূর্ব তীরে অবস্থিত। এই নদীটিই শহরের জীবনরেখা এবং এর বন্দরকে সমুদ্রের সাথে যুক্ত করেছে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন