কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়?

ক) আকবর
খ) শাহজাহান
গ) বাবর
ঘ) জাহাঙ্গীর
বিস্তারিত ব্যাখ্যা:
মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে বাংলার সুবাদার কাসিম খান ১৬৩২ খ্রিষ্টাব্দে হুগলিতে পর্তুগিজদের প্রধান ঘাঁটি আক্রমণ করে তাদের সেখান থেকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করেন। তাদের অত্যাচার ও অবাধ্যতাই এই অভিযানের মূল কারণ ছিল।

Related Questions

ক) পোর্টো গ্রান্ডে
খ) সোদকাওয়ান
গ) সমন্দর
ঘ) চাটিগাঁ
Note : পর্তুগিজ বণিক ও নাবিকরা তাদের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বন্দরকে অত্যন্ত গুরুত্ব দিত। তারা এর বাণিজ্যিক মাহাত্ম্য বোঝাতে বন্দরটিকে 'পোর্টো গ্রান্ডে' বা 'Porto Grande' (মহা পোতাশ্রয় বা The Great Port) নামে অভিহিত করেছিল।
ক) মগ ও মারাঠা জলদস্যু
খ) মগ ও পর্তুগিজ জলদস্যু
গ) পর্তুগিজ ও ওলন্দাজ হল্যান্ড জলদস্যু
ঘ) মারাঠা ও পর্তুগিজ জলদস্যু
Note : সপ্তদশ শতকে বাংলার উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম ও আরাকান সংলগ্ন এলাকায়, আরাকানি (মগ) এবং পর্তুগিজ জলদস্যুরা মিলিতভাবে ব্যাপক লুটতরাজ ও অত্যাচার চালাত। এই সম্মিলিত দস্যুদল 'হার্মাদ' নামে কুখ্যাত ছিল।
ক) স্পেনীয়
খ) পর্তুগিজ
গ) বার্মিজ
ঘ) আরাকানী
Note : 'হার্মাদ' শব্দটি পর্তুগিজ 'আর্মাডা' (Armada) শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ নৌবহর বা সশস্ত্র নৌবাহিনী। বাংলায় পর্তুগিজ জলদস্যুদের নৌ-আক্রমণকারী জাহাজগুলোকে এই নামে ডাকা হতো।
ক) ফরাসিদের
খ) মগদের
গ) পর্তুগিজদের
ঘ) দিনেমারদের
Note : 'ফিরিঙ্গি' শব্দটি ফারসি 'ফিরাঙ্গি' শব্দ থেকে উদ্ভূত, যা মূলত 'ফ্রাঙ্ক' বা ইউরোপীয়দের বোঝাতে ব্যবহৃত হতো। তবে বাংলায় পর্তুগিজরাই প্রথম আগত প্রভাবশালী ইউরোপীয় হওয়ায় এই শব্দটি বিশেষভাবে তাদেরকেই বোঝানোর জন্য ব্যবহৃত হতে থাকে।
ক) ইংরেজরা
খ) ওলন্দাজরা
গ) ফরাসিরা
ঘ) পর্তুগিজরা
Note : ভারতবর্ষে আগমনের ক্রম অনুসারে, পর্তুগিজরাই প্রথম বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা ১৫৮০ সালের দিকে হুগলিতে বসতি স্থাপন করেছিল, যা ইংরেজ বা অন্যান্য ইউরোপীয় শক্তির অনেক আগেই।
ক) আল বুকার্ক
খ) ফ্রান্সিসকো-ডি-আলসিডা
গ) বার্থোলোমিউ দিয়াজ
ঘ) ভাস্কো-দা-গামা
Note : ফ্রান্সিসকো-ডি-আলসিডা ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর হলেও, আলফানসো-ডি-আলবুকার্ক (আল বুকার্ক) সামরিক বিজয়, নৌ-ঘাঁটি স্থাপন (যেমন: গোয়া দখল) এবং কৌশলগত নীতির মাধ্যমে ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। একারণে তাকেই 'প্রকৃত প্রতিষ্ঠাতা' বলা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন