ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?

ক) ইংরেজরা
খ) ওলন্দাজরা
গ) ফরাসিরা
ঘ) পর্তুগিজরা
বিস্তারিত ব্যাখ্যা:
ভারতবর্ষে আগমনের ক্রম অনুসারে, পর্তুগিজরাই প্রথম বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা ১৫৮০ সালের দিকে হুগলিতে বসতি স্থাপন করেছিল, যা ইংরেজ বা অন্যান্য ইউরোপীয় শক্তির অনেক আগেই।

Related Questions

ক) আল বুকার্ক
খ) ফ্রান্সিসকো-ডি-আলসিডা
গ) বার্থোলোমিউ দিয়াজ
ঘ) ভাস্কো-দা-গামা
Note : ফ্রান্সিসকো-ডি-আলসিডা ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর হলেও, আলফানসো-ডি-আলবুকার্ক (আল বুকার্ক) সামরিক বিজয়, নৌ-ঘাঁটি স্থাপন (যেমন: গোয়া দখল) এবং কৌশলগত নীতির মাধ্যমে ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। একারণে তাকেই 'প্রকৃত প্রতিষ্ঠাতা' বলা হয়।
ক) Dutch
খ) English
গ) French
ঘ) Portugese
Note : পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছান, যা ছিল ইউরোপীয়দের প্রথম সফল সমুদ্রযাত্রা। তাই পর্তুগিজরাই প্রথম ইউরোপীয় জাতি হিসেবে ভারতবর্ষে আসে।
ক) ১৬০৮ সালে
খ) ১৭৫৭ সালে
গ) ১৬০০ সালে
ঘ) ১৬৫২ সালে
Note : রানি প্রথম এলিজাবেথের সনদ পেয়ে প্রাচ্যের সঙ্গে বাণিজ্য করার জন্য 'The Governor and Company of Merchants of London Trading into the East-Indies' বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালের ৩১ ডিসেম্বর গঠিত হয়।
ক) সম্রাট জাহাঙ্গীর
খ) সম্রাট শাহজাহান
গ) সম্রাট আওরঙ্গজেব
ঘ) সম্রাট ফররুখ শিয়র
Note : সম্রাট শাহজাহানের পুত্র ও বাংলার তৎকালীন সুবাদার শাহ সুজা ইংরেজদের বাংলায় বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। যেহেতু সুবাদার সম্রাটের প্রতিনিধি, তাই এই অনুমতি সম্রাট শাহজাহানের আমলেই দেওয়া হয়েছিল বলে ধরা হয়।
ক) ক্যাপ্টেন হাকিন্স
খ) এডওয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি
Note : যদিও ক্যাপ্টেন হকিন্স প্রথমে এসেছিলেন, কিন্তু রাজা প্রথম জেমসের আনুষ্ঠানিক 'রাষ্ট্রদূত' (Ambassador) হিসেবে স্যার টমাস রো ১৬১৫ সালে জাহাঙ্গীরের দরবারে আসেন এবং বাণিজ্যের জন্য রাজকীয় ফরমান আদায় করতে সক্ষম হন। তাই তাকেই প্রথম আনুষ্ঠানিক দূত হিসেবে গণ্য করা হয়।
ক) হল্যান্ড
খ) ফ্রান্স
গ) ইংল্যান্ড
ঘ) পর্তুগাল
Note : চন্দননগর ছিল বাংলায় ফরাসি উপনিবেশের প্রধান কেন্দ্র। ১৬৭৩ সাল থেকে এটি ফরাসিদের অধীনে ছিল এবং ভারতের স্বাধীনতার পরেও কিছুকাল এটি ফরাসি শাসনাধীন থাকে, অবশেষে ১৯৫০ সালে ভারতের সাথে যুক্ত হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন