কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে?

ক) পক প্রণালী
খ) মালাক্কা প্রণালী
গ) জিব্রাল্টার প্রণালী
ঘ) বসফরাস প্রণালী
বিস্তারিত ব্যাখ্যা:

- প্রণালী হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে তাকে প্রণালী বলে।
- অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে।
- জিব্রাল্টার প্রণালি উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর স্পেন ও মরক্কোকে (ইউরোপ-আফ্রিকা) পৃথক করেছে।

Related Questions

ক) ম্যালেরিয়া
খ) যক্ষ্মা
গ) হেপাটাইটিস-এ
ঘ) উপরের সবগুলো
Note :

সঠিক উত্তর: হেপাটাইটিস-এ

ব্যাখ্যা:

ম্যালেরিয়া ছড়ায় মশার মাধ্যমে (Anopheles mosquito)।

যক্ষ্মা (টিউবারকুলোসিস) ছড়ায় বায়ুবাহিতভাবে (Airborne)।

হেপাটাইটিস-এ ছড়ায় দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে — এটি পানিবাহিত রোগ

অতএব, উপরের সবগুলো নয় — কেবল হেপাটাইটিস-এ পানিবাহিত।

ক) ২৪ এপ্রিল
খ) ০৭ এপ্রিল
গ) ১৬ই ডিসেম্বর
ঘ) ২৮ শে সেপ্টেম্বর
Note :

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় ৭ এপ্রিল।

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। সেদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি।

ক) Nephrologist
খ) Urologist
গ) Neurologist
ঘ) Cardiologist
Note :

কার্ডিওলজি হল হৃদরোগের অধ্যয়ন। হৃদরোগ হল চিকিৎসাবিদ্যার একটি শাখা যা হৃদরোগ এবং হৃদরোগের ব্যাধি নিয়ে কাজ করে। এই ক্ষেত্রে জন্মগত হৃদরোগ , করোনারি ধমনী রোগ , হৃদযন্ত্রের ব্যর্থতা , ভালভুলার হৃদরোগ এবং ইলেক্ট্রোফিজিওলজির চিকিৎসা নির্ণয় এবং চিকিৎসা অন্তর্ভুক্ত । চিকিৎসাবিদ্যার এই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের কার্ডিওলজিস্ট বলা হয়, যা অভ্যন্তরীণ চিকিৎসার একটি উপ-বিশেষত্ব । শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা হলেন শিশু বিশেষজ্ঞ যারা কার্ডিওলজিতে বিশেষজ্ঞ। কার্ডিয়াক সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কার্ডিওথোরাসিক সার্জন বা কার্ডিয়াক সার্জন বলা হয় , যা সাধারণ অস্ত্রোপচারের একটি বিশেষত্ব ।

ক) ভিটামিন ই
খ) ভিটামিন এ
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন বি
Note :

রক্তের জমাট বাঁধায় সহায়ক ভিটামিন কে । অপশনে সঠিক উত্তর নেই

ক) রাতকানা
খ) রিকটেস
গ) গলগন্ড
ঘ) থ্যালাসেমিয়া

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন