হৃদরোগের চিকিৎসককে কী বলা হয়?

ক) Nephrologist
খ) Urologist
গ) Neurologist
ঘ) Cardiologist
বিস্তারিত ব্যাখ্যা:

কার্ডিওলজি হল হৃদরোগের অধ্যয়ন। হৃদরোগ হল চিকিৎসাবিদ্যার একটি শাখা যা হৃদরোগ এবং হৃদরোগের ব্যাধি নিয়ে কাজ করে। এই ক্ষেত্রে জন্মগত হৃদরোগ , করোনারি ধমনী রোগ , হৃদযন্ত্রের ব্যর্থতা , ভালভুলার হৃদরোগ এবং ইলেক্ট্রোফিজিওলজির চিকিৎসা নির্ণয় এবং চিকিৎসা অন্তর্ভুক্ত । চিকিৎসাবিদ্যার এই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের কার্ডিওলজিস্ট বলা হয়, যা অভ্যন্তরীণ চিকিৎসার একটি উপ-বিশেষত্ব । শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা হলেন শিশু বিশেষজ্ঞ যারা কার্ডিওলজিতে বিশেষজ্ঞ। কার্ডিয়াক সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কার্ডিওথোরাসিক সার্জন বা কার্ডিয়াক সার্জন বলা হয় , যা সাধারণ অস্ত্রোপচারের একটি বিশেষত্ব ।

Related Questions

ক) ভিটামিন ই
খ) ভিটামিন এ
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন বি
Note :

রক্তের জমাট বাঁধায় সহায়ক ভিটামিন কে । অপশনে সঠিক উত্তর নেই

ক) রাতকানা
খ) রিকটেস
গ) গলগন্ড
ঘ) থ্যালাসেমিয়া
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
Note :

ডেঙ্গুর টাইপ-১, টাইট-২, টাইপ-৩ ও টাইপ-৪ পাওয়া যায়।

ক) রবার্ট হুক
খ) প্লেটো
গ) আলেকজান্ডার ফ্লেমিং
ঘ) নিউটন
Note :

পেনিসিলিন একটি সবুজ বা নীল ছত্রাক ।১৯২৯ সালে আলেকজান্ডার ফ্লেমিং Penicillium notatum থেকে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া জনিত বহু রোগের ওষুধ হিসেবে এটি বর্তমানে ব্যবহার করা হয়।

ক) ১০ জোড়া
খ) ২০ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ৫০ জোড়া
Note :

মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমেমােজোম থাকে। এর মধ্যে ২২ জােড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটেজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধরণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন