জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক কে?
পেনিসিলিন একটি সবুজ বা নীল ছত্রাক ।১৯২৯ সালে আলেকজান্ডার ফ্লেমিং Penicillium notatum থেকে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া জনিত বহু রোগের ওষুধ হিসেবে এটি বর্তমানে ব্যবহার করা হয়।
Related Questions
মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমেমােজোম থাকে। এর মধ্যে ২২ জােড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটেজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধরণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।
বিশ্বে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ ভূটান। দেশটি যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে তার চেয়ে কয়েকগুণ বেশি কার্বন শোষণক্ষম হওয়াতেই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত।
জব সলুশন