'মিথ্যাবাদিকে সবাই অপছন্দ করে'- বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-
ক) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে।
খ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না।
গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
ঘ) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না।
Related Questions
ক) নিত্য সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয় সমাস
Note : কালের ন্যায় (কালো) সাপ = কালসাপ'।
ক) সমানাধিকার বহুব্রীহি
খ) মধ্যপদলোপী বহুব্রীহি
গ) বহুব্রীহি
ঘ) ব্যতিহার বহুব্রীহি
ক) গুরুচণ্ডালী দোষ
খ) বাহুল্য দোষ
গ) দুর্বোধ্যতা দোষ
ঘ) বিদেশি শব্দ দোষ
Note : সকল' এবং 'আলেমগণ' উভয়ই বহুবচন, তাই এটি বাহুল্য দোষ।
ক) ইহারা
খ) যিনি
গ) নিজে নিজে
ঘ) কেহ
Note : যে সর্বনাম দ্বারা পারস্পরিক ক্রিয়া বোঝায়, তাকে ব্যতিহারিক সর্বনাম বলে। যেমন: নিজে নিজে, আপনা আপনি, পরস্পর।
ক) পঞ্চমী তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) প্রাদি সমাস
ঘ) বহুব্রীহি সমাস
Note : 'পকেট মারে যে = পকেটমার'।
ক) যা করবার তা করেছি
খ) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
গ) তুমি যা বলবে তাই ঠিক
ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
Note : এই বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে।
জব সলুশন