কোনটি সরল বাক্য?
ক) যা করবার তা করেছি
খ) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
গ) তুমি যা বলবে তাই ঠিক
ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
বিস্তারিত ব্যাখ্যা:
এই বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে।
Related Questions
ক) দোতলা
খ) আশীবিষ
গ) কানাকানি
ঘ) অজনা
Note : ক্রিয়ার পারস্পরিকতা বা একই কাজ দুজনার করা বোঝালে ব্যতিহার বহুব্রীহি হয়। 'কানে কানে যে কথা = কানাকানি'।
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) ব্যাসবাক্য
Note : এটি একটি সরল বাক্য যা প্রার্থনার ভাব প্রকাশ করছে।
ক) 1757
খ) 1665
গ) 1833
ঘ) 1961
Note : রাজা রামমোহন রায় রচিত 'গৌড়ীয় ব্যাকরণ' ১৮৩৩ সালে প্রকাশিত হয়।
ক) ৭টি
খ) ৬টি
গ) ৫টি
ঘ) ৪টি
Note : সমাবর্তন' শব্দটি চারটি অক্ষরে বিভক্ত: শ-মা-বর্-তন্। শ (মুক্তাক্ষর), মা (মুক্তাক্ষর), বর্ (বদ্ধাক্ষর), তন্ (বদ্ধাক্ষর)।
ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) অপিনিহিতি
ঘ) অসমীভবন
Note : দুটি একই বর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
ক) ক বর্গের আগে
খ) ট বর্গের আগে
গ) ত বর্গের আগে
ঘ) ব বর্গের আগে
Note : ট-বর্গীয় ধ্বনির (ট, ঠ, ড, ঢ) আগে যুক্তব্যঞ্জনে সবসময় মূর্ধন্য-ণ হয়। যেমন: কণ্টক, বণ্টন, লুণ্ঠন।
জব সলুশন