শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করুন-
ক) স্বচ্ছন্দ, স্বচ্ছল, শিরোচ্ছেদ
খ) ধৈর্য্য, স্থৈর্যতা, সখ্যতা
গ) একত্রিত, অধীনস্থ,ভাষাভাষী
ঘ) জন্মবার্ষিক, পরিষ্কার, পুরস্কার
বিস্তারিত ব্যাখ্যা:
‘জন্মবার্ষিক’, ‘পরিষ্কার’ (ষ-ত্ব বিধান) এবং ‘পুরস্কার’ (ষ-ত্ব বিধান) – এই তিনটি বানানই শুদ্ধ। অন্যান্য বিকল্পে ভুল রয়েছে: ক) শুদ্ধ রূপ ‘শিরশ্ছেদ’। খ) শুদ্ধ রূপ ‘ধৈর্য’, ‘স্থৈর্য’, ‘সখ্য’। গ) শুদ্ধ রূপ ‘অধীন’।
Related Questions
ক) সখ্যতা, মৌন
খ) অত্যাধিক, ব্যাতিক্রম
গ) লাবণ্য, পন্য
ঘ) ঘনিষ্ঠ, তিরস্কার
Note : ‘ঘনিষ্ঠ’ (ষ-ত্ব বিধান) ও ‘তিরস্কার’ (ষ-ত্ব বিধান) উভয় বানানই শুদ্ধ। অন্যান্য বিকল্পে ভুল আছে: ক) ‘সখ্যতা’ অশুদ্ধ, শুদ্ধ রূপ ‘সখ্য’। খ) ‘অত্যাধিক’ অশুদ্ধ, শুদ্ধ রূপ ‘অত্যধিক’। গ) ‘পন্য’ অশুদ্ধ, শুদ্ধ রূপ ‘পণ্য’ (ণ-ত্ব বিধান)।
ক) আবিষ্কার
খ) পরিষ্কার
গ) বহিষ্কার
ঘ) তিরষ্কার
Note : 'তিরঃ' (তিরস্) উপসর্গের পর 'কার' প্রত্যয় যুক্ত হলে বিসর্গ 'স'-তে রূপান্তরিত হয়, 'ষ'-তে নয়। তাই শুদ্ধ বানানটি হলো ‘তিরস্কার’। এখানে 'তিরষ্কার' (ষ দিয়ে) অশুদ্ধ বানান। অন্যদিকে, 'ই'-কারান্ত বা 'উ'-কারান্ত উপসর্গের পর ক/খ/প/ফ থাকলে ষ হয়, যেমন— আবিষ্কার, পরিষ্কার, বহিষ্কার।
ক) সোডিয়াম কার্বনেট
খ) সোডিয়াম সালফেট
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) সোডিয়াম সিলিকেট
জব সলুশন