কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

ক) আনকোরা
খ) প্রকাশ
গ) পরাজয়
ঘ) অপমান
বিস্তারিত ব্যাখ্যা:

আনকোরা: এই শব্দটিতে 'আন-' উপসর্গটি যুক্ত হয়েছে। 'আন-' একটি খাঁটি বাংলা উপসর্গ।
প্রকাশ: এই শব্দটিতে 'প্র-' উপসর্গটি যুক্ত হয়েছে। 'প্র-' একটি সংস্কৃত উপসর্গ।
পরাজয়: এই শব্দটিতে 'পরা-' উপসর্গটি যুক্ত হয়েছে। 'পরা-' একটি সংস্কৃত উপসর্গ।
অপমান: এই শব্দটিতে 'অপ-' উপসর্গটি যুক্ত হয়েছে। 'অপ-' একটি সংস্কৃত উপসর্গ।
সুতরাং, 'আনকোরা' শব্দটি খাঁটি বাংলা উপসর্গ 'আন-' দিয়ে গঠিত হয়েছে।

Related Questions

ক) দেশি উপসর্গযোগে
খ) বিদেশি উপসর্গযোগে
গ) সংস্কৃত উপসর্গযোগে
ঘ) কোনোটিই নয়
Note :

অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন ,আব, ইতি, উন (ঊনা) , কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু,হা এগুলো দেশি উপসর্গ। 'কদাকার' শব্দটি দেশি 'কদ' উপসর্গযোগে গঠিত

ক) সংস্কৃত উপসর্গ
খ) বাংলা উপসর্গ
গ) বিদেশি উপসর্গ
ঘ) কোনোটিই নয়
ক) ঊনবিংশ
খ) উপকূল
গ) দরখাস্ত
ঘ) নির্দেশ
Note :

খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ হল ঊনবিংশ। এখানে 'ঊন' খাঁটি বাংলা উপসর্গ, যা 'বিশ' শব্দের সাথে যুক্ত হয়ে 'ঊনবিংশ' (এক কম বিশ) গঠন করেছে। 
ঊনবিংশ: এটি খাঁটি বাংলা উপসর্গ 'ঊন' এবং 'বিংশ' (তৎসম শব্দ) যোগে গঠিত।

ক) নির্ণয়
খ) বনাম
গ) সুতীক্ষ্ণ
ঘ) ইতিহাস
Note :

খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা—

-অ, অনা, অজ, অঘা, আ, আড়, 

-আন, আর, ইতি, ঊন, কদ, কু, 

-নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

ক) বিফল
খ) আবডাল
গ) নিমরাজি
ঘ) খাসকামরা

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন