'ঊনচল্লিশ' শব্দটিতে 'ঊন' উপসর্গটি কি অর্থে দ্যোতনা করে?
ক) ঈষৎ
খ) ক্রমাগত
গ) না
ঘ) কম
Related Questions
ক) ঊনবিংশ
খ) উপকূল
গ) দরখাস্ত
ঘ) নির্দেশ
Note :
খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ হল ঊনবিংশ। এখানে 'ঊন' খাঁটি বাংলা উপসর্গ, যা 'বিশ' শব্দের সাথে যুক্ত হয়ে 'ঊনবিংশ' (এক কম বিশ) গঠন করেছে।
ঊনবিংশ: এটি খাঁটি বাংলা উপসর্গ 'ঊন' এবং 'বিংশ' (তৎসম শব্দ) যোগে গঠিত।
ক) নির্ণয়
খ) বনাম
গ) সুতীক্ষ্ণ
ঘ) ইতিহাস
Note :
খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা—
-অ, অনা, অজ, অঘা, আ, আড়,
-আন, আর, ইতি, ঊন, কদ, কু,
-নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
জব সলুশন