বর, বদ ও বাজে কোন শ্রেণির উপসর্গ?
Related Questions
বাংলাভাষায় সংস্কৃত উপসর্গ ২০ টি, খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। এর মধ্যে আ, সু বি, নি এই চারটি উপসর্গ উভয়ক্ষেত্রেই রয়েছে। ব্যবহারের উপর নির্ভর করে এই চারটি উপসর্গ বাংলা না সংস্কৃত তা নির্ণয় করা যায়। সংস্কৃত উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় যে সকল শব্দে নিবৃত্তি, নিবারণ, নির্ণয়, নিদাঘ, নিদারুণ, নিগূঢ়, নিষ্কলুষ, নিষ্কাম। বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় যে সকল শব্দে - নিখুঁত, নিখোঁজ, নিরেট, নিনাইয়া, নিলাজ, নিভাঁজ।
বাংলা উপসর্গ মোট ২১ টি। এগুলো হল - অ, অনা, অঘা, অজ, আ, আন, আব, আড়, ঊন, ইতি, পাতি, নি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ২১ টি খাটি বাংলা উপসর্গ : (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি) ★মনে রাখার চিঠি: প্রিয় (সু)(হা)(স) (আ)দর (নি) (বি)। তুই আমাদের (অজ)পাড়া গাঁয়ের আশা (ভর)(সা) । অন্যদের (অনা)চার (কু)কথা এবং (আ)ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের (আব) ডালের (উন)পঞ্চাশটি (পাতি)লেবু ও (কদ)বেল পাঠালাম। (অ)চেনা জায়গায় মন (আন)চান করলে এগুলো খাবি । ইতি (অঘা)(রাম)।
জব সলুশন