'সুনীল' শব্দের 'সু' কোন প্রকার উপসর্গ?

ক) তৎসম
খ) খাঁটি বাংলা
গ) ফারসি
ঘ) তুর্কি

Related Questions

ক) ফারসি
খ) সংস্কৃত
গ) বাংলা
ঘ) আরবি
Note :

বাংলা উপসর্গ মোট ২১ টি। এগুলো হল - অ, অনা, অঘা, অজ, আ, আন, আব, আড়, ঊন, ইতি, পাতি, নি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ২১ টি খাটি বাংলা উপসর্গ : (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি) ★মনে রাখার চিঠি: প্রিয় (সু)(হা)(স) (আ)দর (নি) (বি)। তুই আমাদের (অজ)পাড়া গাঁয়ের আশা (ভর)(সা) । অন্যদের (অনা)চার (কু)কথা এবং (আ)ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের (আব) ডালের (উন)পঞ্চাশটি (পাতি)লেবু ও (কদ)বেল পাঠালাম। (অ)চেনা জায়গায় মন (আন)চান করলে এগুলো খাবি । ইতি (অঘা)(রাম)।

ক) সু
খ) নি
গ) আ
ঘ) উপ
ক) প্র, পরা, অজ, সা
খ) নির, পরি, আন, সু
গ) নি, বি, সু, আ
ঘ) অতি, অপি, অনা, অ
ক) দ্বারা
খ) অভি
গ) উপ
ঘ) সম
Note :

' দ্বারা' হচ্ছে অনুসর্গ। বাংলা ভাষার যে অব্যয় শব্দগুলো স্বাধীন পথে রূপে, আবার কখনো শব্দ বিভক্তির মত বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ্যে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বলে। যেমন: বিনে, সনে, দ্বারা, দিয়া, কর্তৃক, তরে, অপেক্ষা ইত্যাদি।

অভি উপ সম (সংস্কৃত/ তৎসম ) উপসর্গ। বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে : বাংলা, তৎসম ( সংস্কৃত ) ও বিদেশি উপসর্গ।

ক) সংস্কৃত
খ) বাংলা
গ) বিদেশি
ঘ) মিশ্র
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) বিদেশি
ঘ) কোনোটিই নয়

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন