নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?

ক) ষষ্ঠ
খ) সম্মান
গ) স্বচ্ছ
ঘ) মনোযোগ

Related Questions

ক) চাঁদমুখ
খ) শশব্যস্ত
গ) হাতেখড়ি
ঘ) বিষাদসিন্ধু
ক) কানাই
খ) গেঁয়ো
গ) চোরা
ঘ) বেতো
ক) শ্রী চৈতন্য
খ) বিদ্যাপতি
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস
ক) চোখের বালি
খ) বলাকা
গ) ঘরে-বাইরে
ঘ) চিত্রাঙ্গদা
Note :

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক-
- চিত্রাঙ্গদা,
- বিদায় অভিশাপ,
- মালিনী,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- মুক্তধারা ইত্যাদি।

অন্যদিকে, 
 

• রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,

 

- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- রাজর্ষি,
- চার অধ্যায়।



- বলাকা  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ

ক) অস্বীকার
খ) মিথ্যা
গ) প্রলাপ
ঘ) অসদালাপ
Note :

অপলাপ শব্দের অর্থ অস্বীকার।

অপলাপ (বিশেষ্য পদ) টির অর্থ -

গোপন; সত্য. অস্বীকার, মিথ্যা উক্তি।

ক) দুই ভাষায় রচিত পুঁথি
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ) আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
Note :

'দোভাষী পুঁথি' শুধু দুটি ভাষায় রচিত পুঁথি নয় । বাংলা, হিন্দি, ফারসি, আরবি, তুর্কি ইত্যাদি ভাষার সংমিশ্রণে রচিত পুঁথিই হলো 'দোভাষী পুঁথি' ।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন