পদাবলি'র প্রথম কবি কে?

ক) শ্রী চৈতন্য
খ) বিদ্যাপতি
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস

Related Questions

ক) চোখের বালি
খ) বলাকা
গ) ঘরে-বাইরে
ঘ) চিত্রাঙ্গদা
Note :

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক-
- চিত্রাঙ্গদা,
- বিদায় অভিশাপ,
- মালিনী,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- মুক্তধারা ইত্যাদি।

অন্যদিকে, 
 

• রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,

 

- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- রাজর্ষি,
- চার অধ্যায়।



- বলাকা  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ

ক) অস্বীকার
খ) মিথ্যা
গ) প্রলাপ
ঘ) অসদালাপ
Note :

অপলাপ শব্দের অর্থ অস্বীকার।

অপলাপ (বিশেষ্য পদ) টির অর্থ -

গোপন; সত্য. অস্বীকার, মিথ্যা উক্তি।

ক) দুই ভাষায় রচিত পুঁথি
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ) আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
Note :

'দোভাষী পুঁথি' শুধু দুটি ভাষায় রচিত পুঁথি নয় । বাংলা, হিন্দি, ফারসি, আরবি, তুর্কি ইত্যাদি ভাষার সংমিশ্রণে রচিত পুঁথিই হলো 'দোভাষী পুঁথি' ।

ক) উদাসীন
খ) প্রতিকূল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট
Note :

'বিরাগী' একটি পুরুষবাচক শব্দ ,যার অর্থ বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত। 'বিরাগী' শব্দটির স্ত্রীবাচক রুপ হলো 'বিরাগিনী'।

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রামমোহন রায়
ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
ক) ষড়যন্ত্রকারী
খ) বাকসর্বস্ব
গ) দীর্ঘ প্রতীক্ষমান
ঘ) দীর্ঘায়ু ব্যক্তি
Note :

ব্যতিক্রমধর্মী কিছু বাগধারা :

অকটবিকট - ছটফটানি
অঞ্চলপ্রভাব - স্ত্রীর প্রভাব
অবরেসবরে - কালে ভদ্রে
অষ্টরম্ভা - কাঁচকলা /ফাঁকি
অষ্টবজ্র সম্মিলন - প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
আচাভুয়ার বোম্বাচাক - অসম্ভব ব্যাপার
আয়োসুয়ো - সধবা স্ত্রীলোকের দল
কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী
কাক ভুষণ্ডি - সম্পূর্ণ ভেজা
ভূষণ্ডির কাক - বিচক্ষণ ব্যক্তি
কানু ছাড়া গীত নাই - এক মাত্র অবলম্বন
কিষ্কিন্ধ্যাকাণ্ড - তুমুল হট্টগোল
চিত্রগুপ্তের খাতা - যে খাতায় সবকিছু পাওয়া যায়
ছাদনাতলা - বিবাহের মণ্ডপ
ছাই চাপা আগুন - অপ্রত্যাশিত প্রতিভা
থোড়াই কেয়ার করা - গ্রাহ্য না করা
থরহরি কম্প - ভয়ে প্রচণ্ড কাঁপা
ধনুক ভাঙা পণ - সুকঠিন প্রতিজ্ঞা

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন